‘হিলারি প্রচারশিবিরও যোগাযোগ করে রাশিয়ার সঙ্গে’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের সময় কেবল ডোনাল্ড ট্রাম্প নয়, হিলারি ক্লিনটনের প্রচারশিবির থেকে রাশিয়ার কূটনীতিকের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল!
স্থানীয় সময় রোববার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে এ দাবি করেন রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকভ। তবে দাবির সমর্থনে বিস্তারিত কিছুই বলেননি তিনি।
পেসকভ জানান, রাশিয়ার কূটনীতিক সেরগেই কিসলিয়াকের সঙ্গে হিলারির প্রচারশিবির দেখা করেছিল।
এর আগে কিসলিয়াকের সঙ্গে আইনবহির্ভূত যোগাযোগ করার দায়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনকে বরখাস্ত করা হয়।
পেসকভ বলেন, নির্বাচনী প্রচারণার সময় হিলারির সঙ্গে বেশ কয়েকজন যুক্ত ছিলেন। লক্ষ্য করলে দেখা যাবে কিসলিয়াকও সে সময় এমনই কিছু বৈঠক করেছিলেন।
তবে হিলারি বা ডেমোক্র্যাট পার্টির পক্ষ থেকে পেসকভের ওই দাবির কোনো জবাব দেওয়া হয়নি।
সাক্ষাৎকারে পেসকভ আরো বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের সময় ডেমোক্র্যাট পার্টির কয়েকজন নেতার ইমেইল হ্যাকিংয়ের বিষয়টির সঙ্গে রাশিয়ার সঙ্গে জড়িয়ে যুক্তরাষ্ট্র নিজেকেই হাসির পাত্র বানাচ্ছে।