সাফল্যের পথে ‘বদ্রিনাথ কি দুলহানিয়া’
বলিউডে বরুণ ধাওয়ান ও আলিয়া ভাট জুটির রয়েছে দারুণ জনপ্রিয়তা। এ জুটিকে এ প্রজন্মে বলিউডের অন্যতম সফল জুটি বলছেন অনেকেই। এই জুটির নতুন ছবি ‘বদ্রিনাথ কি দুলহানিয়া’ মুক্তির আগেই আগ্রহের শীর্ষে ছিল বক্স অফিসে। মুক্তির দুদিনের মধ্যে, সিনেমা হলের পরিস্থিতি অনুযায়ী বলাই যায় যে সাফল্যের দিকেই এগিয়ে যাচ্ছে ছবিটি।
বক্স অফিস ইন্ডিয়ার বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানায়, হোলি উৎসবকে কেন্দ্র করে মুক্তি পাওয়া শশাঙ্ক খৈতানের এই ছবিটি প্রথম দিনে প্রায় ১২ কোটি রুপি আয় করেছে। দ্বিতীয় দিনে আরো ২০ শতাংশ আয় বেড়েছে, ১৪ কোটি ২৫ লাখ রুপি জমা পড়েছে ছবিটির ঘরে।
ধর্ম প্রোডাকশনের ব্যানারে নির্মিত ‘বদ্রিনাথ কি দুলহানিয়া’ ছবিটি ২০১৪ সালে নির্মিত ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’-এর সিক্যুয়াল। নতুন ছবি সম্পর্কে বরুণ ধাওয়ান টাইমস অব ইন্ডিয়াকে জানান, ‘এটি শুধু শুধু সময় কাটানোর জন্য বানানো ছবি নয়। এখানে কিছু বার্তা আছে যা দর্শক বুঝতে পেরেছেন। সমালোচক ও দর্শক ছবিটি পছন্দ করেছে।’
‘বদ্রিনাথ কি দুলহানিয়া’ বরুণ-আলিয়ার তৃতীয় ছবি। এর আগে এই জুটি ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ এবং ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’ ছবিতে অভিনয় করেছিলেন, যার দুটোই পেয়েছিল দারুণ ব্যবসায়িক সাফল্য।