বাসায় নতুন গ্যাস সংযোগ দেওয়া হবে না : প্রতিমন্ত্রী
বাসাবাড়িতে আর নতুন করে গ্যাসের সংযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সবাইকে এলপি গ্যাস ব্যবহারের পরামর্শও দিয়েছেন তিনি।
আজ শনিবার সকালে টাঙ্গাইলে হ্যাবিট ইয়ুথ ফেস্টিভ্যাল-২০১৭ উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নসরুল হামিদ এসব কথা বলেন।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ‘গ্যাস মূল্যবান সম্পদ। এখন থেকে বাসাবাড়িতে আর নতুন গ্যাস সংযোগ দেওয়া হবে না। সবাইকে এলপি গ্যাস ব্যবহারে উৎসাহিত করতে হবে।’
বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধির বিষয়ে নসরুল হামিদ বলেন, রেগুলেটরি কমিশনের গণশুনানি শেষে তাদের প্রস্তাবনার ওপর দাম বাড়ানোর বিষয়টি নির্ভর করছে।
জঙ্গি হামলার আশঙ্কায় দেশের সব বিদ্যুৎকেন্দ্রসহ অতিগুরুত্বপূর্ণ স্থাপনায় বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।
স্থানীয় সংসদ সদস্য ছানোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী, নাহিম রাজ্জাক, হাছান ইমাম খান, অনুপম শাজাহান জয়, মনোয়ারা বেগম প্রমুখ।