সরকার বড় বড় কথা বলে আর আমাদের বন্দি করে রাখে
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, ‘সরকার বলে আমরা মাঠে নামি না, ভোট দেই না। বড় বড় কথা বলে আর আমাদের বন্দি করে রাখে।’
আজ রোববার কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী মনিরুল হক সাক্কুর নির্বাচনী সভায় আফরোজা আব্বাস এ কথা বলেন। তিনি মনিরুল হক সাক্কুর পক্ষে গণসংযোগে অংশ নেন।
এদিকে আওয়ামী লীগের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমার পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নিয়েছেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম। কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদারও গণসংযোগে অংশ নেন।
নির্বাচন উপলক্ষে নগরীর ধর্মসাগর পাড়ে বিএনপির অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে অনুষ্ঠিত হয় মহিলা দলের সভা। সভায় সংগঠনের সভাপতি আফরোজা আব্বাস বলেন, ‘সরকার সেনাবাহিনী দিক। প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা লাগান। তাহলে সরকার দেখতে পাবে সরকার কতটুকু জনপ্রিয়। আমাদের ভাইয়েরা, বোনেরা আর আমাদের জনপ্রিয়তা। এটাই আমাদের অস্ত্র। সরকার যদি মনে করে সে জনপ্রিয় তবে আমাদের ছেড়ে দিক।’
এ দিকে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় মিডিয়া সেলের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লায় কেন্দ্রীয় নির্বাচনী সেলে শ্রমিক দলের সঙ্গে মতবিনিময় করেছেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
নজরুল ইসলাম খান বলেন, ‘বর্তমান সরকার শ্রমিক স্বার্থবিরোধী সরকার। এদের আমলে শ্রমজীবী মানুষেরা অধিকারহারা হয়েছে। সরকারের ভ্রান্ত নীতি, দুর্নীতি, লুটপাটের কারণে দেশের ফ্যাসিবাদী শাসন কায়েম হয়েছে। যার ফলে শ্রমজীবীরা সর্বস্বান্ত হয়ে পড়েছে। এই অবস্থা থেকে উত্তরণে গণতন্ত্রের সংগ্রাম সফল করতে কুসিক নির্বাচনে বিএনপি প্রার্থীকে বিজয়ী করতে হবে।’
নজরুল ইসলাম খান আরো বলেন, সদ্য সাবেক মেয়র মনিরুল হক সাক্কু একজন শ্রমিকবান্ধব নেতা।’
সভায় অন্যদের মধ্যে জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুর রহমান, জ্যেষ্ঠ সহসভাপতি হারুন অর রশিদ, মহানগর সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম প্রমুখ বক্তব্য দেন।
এদিকে আওয়ামী লীগের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমার সমর্থনে গতকাল শনিবার সন্ধ্যায় নগরীর ৫ নম্বর ওয়ার্ড মোগলটুলীতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম। আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার, মেয়র পদপ্রার্থী আঞ্জুম সুলতানা সীমা প্রমুখ।
আজ রোববার সকাল সোয়া ৯টায় শহরের রামঘাট এলাকায় গণসংযোগ করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ। এ সময় প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা গণসংযোগে ভোটারদের দোয়া চান।
সাবেক মেয়র ও বিএনপি প্রার্থী মনিরুল হক সাক্কু ভোরে গণসংযোগে বের হন সদর দক্ষিণ কচুয়া চৌমহনী ও এর সংলগ্ন এলাকায়।