‘টিকে থাকার জন্য সরকার জঙ্গিবাদকে ব্যবহার করছে’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘অন্যায়ভাবে, গায়ের জোরে এ সরকার টিকে থাকার জন্য জঙ্গিবাদকে ব্যবহার করছে। জঙ্গিবাদ তাদেরই সৃষ্টি। তাদেরই নির্দেশনায় জঙ্গিবাদ প্রচার হচ্ছে।’
আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় খন্দকার মোশাররফ হোসেন এ কথা বলেন। চেতনায় বাংলাদেশি জাতীয়তাবাদ ওই আলোচনা সভার আয়োজন করে।
দেশে এ পর্যন্ত যতগুলো জঙ্গি তৎপরতার ঘটনা ঘটেছে, তার সব কটি বিষয়েই গণমাধ্যমে প্রশ্ন উঠেছে দাবি করে খন্দকার মোশাররফ বলেন, ‘এর কারণ এসব ঘটনার কোনো বিশ্বাসযোগ্যতা নেই।’
ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির বিষয়ে মোশাররফ বলেন, ‘কেন দেশে নিরাপত্তা চুক্তি করার প্রয়োজন তা দেশবাসীকে আগে জানাতে হবে। কারণ এ চুক্তি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সঙ্গে সম্পর্কিত।’ দেশবাসীকে সম্পূর্ণ অন্ধকারে রেখে এ ধরনের কোনো চুক্তি করলে তা দেশবাসী মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি।
খন্দকার মোশাররফ হোসেন আরো বলেন, ‘জঙ্গি সৃষ্টি করে তা দমনের নামে নাটক করে বিদেশে দেখাতে পারছে। বিদেশে বলছে, যে আমাদের ক্ষমতায় থাকা দরকার। এ জন্য যে ক্ষমতায় থাকলে আমরা জঙ্গিবাদকে নির্মূল করব।’