বন্ধুর কাছে ক্ষমা চাইলেন কপিল শর্মা
ভারতে কপিল শর্মা জনপ্রিয় একজন কমেডিয়ান। লোক হাসাতে তাঁর জুড়ি মেলা ভার। এবার সেই লোক হাসানো মানুষটি কেমন জানি বদলে গেলেন। বিমানের মধ্যে রেগে গিয়ে দীর্ঘদিনের বন্ধু ও সহকর্মী সুনীল গ্রোভারের গায়ে হাত তোলেন কপিল শর্মা। ঘটনার কয়েকদিন অতিবাহিত হওয়ার পর কপিল শর্মা টুইট করে তাঁর কাছে ক্ষমা চান। ২০ মার্চ টুইটবার্তায় কপিল লেখেন, ‘পাজি (সুনীল) আমি দুঃখিত! যদি আমি তোমাকে দুঃখ দিয়ে থাকি। আমি জানি আমি তোমাকে কতোটা ভালোবাসি।’ খবর এনডিটিভির।
পরের দিন ২১ মার্চ পাল্টা এক টুইটবার্তায় সুনীল লেখেন, ‘আমাকে গভীরভাবে আঘাত করেছো তুমি। তোমার সঙ্গে কাজ করার মানে অভিজ্ঞতা অর্জন। শুধু একটাই উপদেশ শ্রদ্ধা রেখেই বলছি, পশুদের ওপর যে দরদ দেখাও তুমি, সেটা মানুষের ওপরও দেখানো উচিত। সবাই তো তোমার মতো সফল ও প্রতিভাবান নয়। কিন্তু সবাই যদি তোমার মতো প্রতিভাবান হয় তাহলে তোমার মূল্য কে দেবে? তাই তাদের উপস্থিতির মূল্য দাও। কেউ তোমার ভুল ধরিয়ে দিলে দোষ দিও না। নারীদের সামনে কখনো অশ্রাব্য ভাষায় কথা বলো না। তোমার তারকাখ্যাতি নিয়ে তাদের কোনো যায় আসে না। তারা তোমার সঙ্গে ভ্রমণ করছে মাত্র। ওটা যে কেবল মাত্র তোমার শো সেটা আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। তুমি যে কোনো সময় যে কাউকে শো থেকে বের করে দেওয়ার ক্ষমতা রাখো। তোমার কাজের ক্ষেত্রে তুমি সেরা। তবে ঈশ্বরের মতো আচরণ করো না। নিজের যত্ন নিও। তোমার সফলতা কামনা করছি।’
এর আগে গত বৃহস্পতিবার অস্ট্রেলিয়া থেকে মুম্বাইগামী এক বিমানে সুনীল গ্রোভারকে মারধর এবং গালাগালি করেন কপিল শর্মা। বিভিন্ন সংবাদমাধ্যম জানায়, এ সময় কপিল মদ্যপ অবস্থায় অকথ্য ভাষায় গালাগাল এবং মারধর করেন সুনীলকে। সুনীল এ সময় চুপচাপ ছিলেন। এ সময় কপিলকে হাতকড়া পরাতে চান ফ্ল্যাইট অ্যাটেনডেন্টরা। পরে কেবিন ক্রুরা তাঁর আচরণে যাত্রীদের বিচলিত না হওয়ার অনুরোধ করেন।
কপিল শর্মা ভারতীয় সনি টিভির জনপ্রিয় শো ‘দ্য কপিল শর্মা’-এর উপস্থাপক। এরই মধ্যে অনুষ্ঠানটিতে বিশ্বের বিভিন্ন জনপ্রিয় তারকারা অতিথি হিসেবে এসেছেন, যা অনুষ্ঠানটিকে জনপ্রিয়তার অন্য মাত্রায় নিয়ে যায়। এখন দেখার বিষয় কপিল-সুনীলের এই দ্বন্দ্ব, জনপ্রিয় এই টিভি শোর ওপর কোনো রকম নেতিবাচক প্রভাব ফেলে কি না।