প্রধানমন্ত্রীর ভারত সফরে গোপন চুক্তি হবে, নোমানের শঙ্কা
দেশের স্বার্থবিরোধী প্রতিরক্ষা চুক্তিকে জনগণের চোখের আড়াল করতেই সরকার জঙ্গিবাদকে সামনে নিয়ে আসছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান আশঙ্কা প্রকাশ করেন, প্রধানমন্ত্রীর ভারত সফরে গোপন চুক্তি হবে।
আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে মুক্তিযুদ্ধের ১১ নম্বর সেক্টর কমান্ডার হামিদুল্লাহ খানের স্মরণসভায় আবদুল্লাহ আল নোমান বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরে কী কী চুক্তি হতে যাচ্ছে তা এখনো অস্পষ্ট। তিনি বলেন, ‘তিস্তার পানি নিয়ে কোনো অ্যাগ্রিমেন্ট (চুক্তি) হবে না, আজকে আপনার পানিসম্পদমন্ত্রী সেটা স্পষ্ট করে দিয়েছেন। যে কানেকটিভিটির প্রশ্নটা গুরুত্ব সহকারে নেওয়া হবে কিন্তু এ ছাড়া আর কী কী চুক্তি হবে সে চুক্তি সম্পর্কে কোনো বক্তব্য নেই। সে চুক্তি গোপন। কাজেই এই গোপন চুক্তি একসময় করা হয়েছিল। কখন? ১৯৭১ সালের পরে বাংলাদেশকে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করা হয়েছিল। আজকে সেই অবস্থা থেকেও আরো বেশি অবনতি হচ্ছে দেশে।’
জনগণকে অন্ধকারে রেখে কোনো চুক্তি মানুষ তা প্রতিহত করবে বলে হুঁশিয়ারি দেন নোমান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনদিনের রাষ্ট্রীয় সফরে আগামী ৭ এপ্রিল ভারত যাচ্ছেন।