‘একই ধরনের চরিত্রে অভিনয় করা বিরক্তিকর’
আনুশকা শর্মার ভক্তরা এবার নড়েচড়ে বসতে পারেন, কারণ এবার এই তারকা বড় পর্দায় ভূত হয়ে আসছেন। ছবির নাম ‘ফিল্লাউরি’। এটি তাঁর নিজের প্রযোজিত দ্বিতীয় চলচ্চিত্র। বর্তমানে তিনি ছবির প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ফেব্রুয়ারি মাসে ছবির ট্রেইলার মুক্তি পেয়েছে অনলাইনে। মুক্তির পর বেশ আলোচিত হয়েছে ট্রেইলারটি। সেই সঙ্গে ভূতের চরিত্রে আনুশকাকে দেখে ভক্তরা বেশ চমকে গেছেন। ভূতের চরিত্রে অভিনয় করে আনুশকাও বেশ উত্তেজিত।
নতুন চলচ্চিত্র ছবি সম্পর্কে আনুশকা বলেন, ‘আমার ভালো লাগছে যে সবাই ‘ফিল্লাউরি’কে ভালো বলছে। ছবিটিতে অভিনয় করা ছিল আমার কাছে মজার এক অভিজ্ঞতা। সাধারণত আমি প্রতি ছবিতে একই ধরনের চরিত্রে অভিনয় করি, যা বিরক্তিকর।’
নতুন নির্মাতা আনশাই লাল নির্মিত ছবির কাহিনীতে দেখা যাবে, ভূত আনুশকার একজন মানুষের সঙ্গে বিয়ে হয়ে যায়। সেই ব্যক্তি হলেন সুরজ শর্মা। ছবিতে তিনি মাঙ্গলিক। তার একটি গাছের সঙ্গে বিয়ে হয় আগে। সেই গাছেই ভূত আনুশকার বসবাস। সেখান থেকে সুরজকে আর ছাড়তে চায় না সে। সুরজ যেখানে যায় ভূত আনুশকা যায় পিছু পিছু। এভাবে একসময় কাহিনী চলে যায় অতীতে। গ্রামের উঠতি গায়ক দিলজিতের সঙ্গে সম্পর্ক হয়েছিল আনুশকার। বাকি কাহিনী জানতে হলে অপেক্ষা করতে হবে মার্চের ২৪ তারিখ পর্যন্ত।
এর আগে আনুশকা প্রযোজিত প্রথম চলচ্চিত্র ছিল ‘এনএইচ ১০’। যা সমালোচকদের কাছে প্রশংসা কুঁড়ায়। নিজের প্রযোজিত দুটি চলচ্চিত্রের কোনটিতে অভিনয় করে মজা পেয়েছেন? এমন প্রশ্নের উত্তরে আনুশকা আইএএনএসকে সহজভাবে বলেন,‘দুটোইতেই উপভোগ করেছি। এখানে ভালো অভিনয় করা আমার দায়িত্ব। প্রযোজনা ও অভিনয় দুটো সম্পূর্ণ ভিন্ন বিষয়।’