মুফতি হান্নানের রায় কার্যকরে প্রস্তুত কারা কর্তৃপক্ষ
সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলার ঘটনায় হরকাতুল জিহাদ নেতা মুফতি আবদুল হান্নানসহ তিনজনের মৃত্যুদণ্ডাদেশ কার্যকরে কারা কর্তৃপক্ষ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন।
আজ বুধবার সকালে পুরান ঢাকায় সাবেক কেন্দ্রীয় কারাগারে বঙ্গবন্ধুর দুষ্প্রাপ্য ছবি প্রদর্শনীর অনুষ্ঠানে এক সংবাদ সম্মেলনে আইজি প্রিজন এ কথা জানান।
সংবাদ সম্মেলনে ইফতেখার উদ্দিন বলেন, ‘সর্বোচ্চ আদালত থেকে তাঁর (মুফতি হান্নান) আপিল খারিজ হয়েছে। এটা আপনারা জানেন সবাই। নিয়ম অনুযায়ী এটা এখন সেন্টেন্সিং কোর্টে (বিচারিক আদালত) যাবে। সেখান থেকে ওয়ারেন্ট অব এক্সিকিউশনটা (মৃত্যু পরোয়ানা) ইস্যু হবে।’
‘তো সেটার জন্য, সেন্টেন্সিং কোর্ট হলো সিলেট। সিলেটে সেটা পাঠানো হয়েছে এবং আমাদের কর্মকর্তারা সেটা মনিটর করছেন, যাতে যত শিগগিরই আমাদের হাতে ওয়ারেন্ট অব এক্সিকিউশন এসে পৌঁছায়। তার পরে আমরা জেল কোড অনুযায়ী বাকি ব্যবস্থা গ্রহণ করব।’
এদিকে হরকাতুল জিহাদ নেতা মুফতি আবদুল হান্নান ও তাঁর সহযোগী শরীফ শাহেদুল বিপুলকে মৃতুদণ্ডাদেশের রিভিউ খারিজের রায় পড়ে শোনানো হয়েছে। এর পর মুফতি হান্নান রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করতে আগ্রহ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন গাজীপুরের কাশিমপুর কারাগারের জেল সুপার মিজানুর রহমান।
সকাল ১০টায় কাশিমপুর কারাগারের হাই-সিকিউরিটি ইউনিটে দুজনকে রায় পড়ে শোনানো হয়।
মৃত্যদণ্ডাদেশ পাওয়া এই দুজনকে রিভিউ আদেশ পড়ে শোনান জেল সুপার। পরে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার বিষয়ে জানতে চাইলে মুফতি হান্নান প্রাণভিক্ষা চাইতে আগ্রহ প্রকাশ করেন।
এর আগে মঙ্গলবার দিবাগত রাতে মুফতি আবদুল হান্নান ও তাঁর সহযোগী শরীফ শাহেদুল বিপুলের মৃত্যুদণ্ডাদেশের রিভিউ আবেদন খারিজের রায় কাশিমপুর কারাগারে পৌঁছায়।
কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার বিকাশ রায়হান জানান, রিভিউ খারিজের পর রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা না চাইলে বা চাওয়ার পর তা প্রত্যাখ্যাত হলে কারাবিধি অনুসারে মুফতি হান্নান ও বিপুলের ফাঁসির দণ্ডাদেশ কাশিমপুরে কার্যকর করা হবে।
সিলেটে সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা মামলায় অপর আসামি দেলোয়ার হোসেন রিপন সিলেট জেলা কারাগারে রয়েছেন। সেখানেই তাঁর মৃত্যুদণ্ডাদেশ কার্যকর হতে পারে বলে কারা সূত্রে জানা গেছে।