প্রশংসিত জয়ার ‘বিসর্জন’-এর ট্রেইলার
সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে নন্দিত চলচ্চিত্রকার কৌশিক গাঙ্গুলীর ‘বিসর্জন’ ছবিটির ট্রেইলার। বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান এতে অভিনয় করেছেন কেন্দ্রীয় চরিত্রে। সীমান্তের উত্তপ্ত পরিস্থিতিকে উপজীব্য করে নির্মিত এই চলচ্চিত্রের ট্রেইলারটি এরই মধ্যে প্রসেনজিৎ, দেবের মতো তারকাদের প্রশংসা পেয়েছে এটি।
টালিগঞ্জ চলচ্চিত্রে কৌশিক গাঙ্গুলী ব্যতিক্রমী একজন নির্মাতা হিসেবে পরিচিত। তাঁর চলচ্চিত্রে তিনি এমন গল্প উপস্থাপন করেন যা বাস্তবতার কোল ঘেঁষে চলে যায়। সেই সঙ্গে কিছু বার্তা থাকে। ‘বিসর্জন’ নামের এই ছবিটি তাঁর আগের কাজগুলোর মান ধরে রাখতে পারবে, এমন প্রত্যাশা করা যেতেই পারে।
ছবিটির ট্রেইলারে বাংলাদেশ-ভারতের সীমান্ত পরিস্থিতির বিষয়টি তুলে ধরা হয়েছে। সীমান্তের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে একটি সমান্তরাল প্রেমের গল্প বলার চেষ্টা করেছেন পরিচালক। পরিস্থিতি মানুষের সম্পর্কের ভেতরে কীভাবে প্রভাব ফেলে, তারই দৃশ্যকল্প ফুটে উঠেছে এখানে।
‘বিসর্জন’ ছবিটিতে আবির চট্টোপাধ্যায়, জয়া আহসান এবং একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন নির্মাতা কৌশিক গাঙ্গুলী নিজেই। আবির ছবিটিতে একজন মুসলিম যুবকের চরিত্রে অভিনয় করেছেন। জয়া আহসান হিন্দু মেয়ের ভূমিকায় এবং কৌশিক গাঙ্গুলী গণেশ নামের একটি চরিত্রে অভিনয় করেছেন।
দর্শকদের ছবিটি দেখার জন্য পয়লা বৈশাখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। বাংলা বছরের প্রথম দিন মুক্তি পাবে আবির-জয়া আহসান অভিনীত এই ছবি। এখন দেখার বিষয়, মুক্তির পর চলচ্চিত্রটি ট্রেইলারের প্রশংসা ধরে রাখতে পারে কি না।