‘আনুশকাকে নয়, গাছকে বিয়ে করেছি’
সুরজ শর্মার বড় পর্দায় অভিষেক হয়েছিল অস্কারে আলোড়ন তোলা হলিউডের ‘লাইফ অব পাই’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে। এরপর এক এক করে অভিনয় করেছেন ‘মিলিয়ন ডলার আর্ম’,‘উমরিকা’ চলচ্চিত্রে । টেলিভিশন ধারাবাহিক ‘হোমল্যান্ড’এ অভিনয় করেছেন। হলিউড চলচ্চিত্র দিয়ে যাত্রা আরম্ভ করলেও অভিনয় করা হয়নি বলিউডে। এবার তিনি অভিনয় করলেন ‘ফিলৌরি’ শিরোনামের চলচ্চিত্রে। চলচ্চিত্রে তার সঙ্গে অভিনয় করেছেন আনুশকা শর্মা। সম্প্রতি তিনি ভারতের রেডিফ অনলাইনে এক সাক্ষাৎকারে ক্যারিয়ার এবং চলচ্চিত্র নিয়ে কথা বলেছেন।
প্রশ্ন : অবশেষে বলিউড চলচ্চিত্রে!
সুরজ : হ্যাঁ। কিছুটা সময় নিলেও আমার মনে হয় এটাই সঠিক সময়।
প্রশ্ন : এটাই সঠিক সময় কেনো মনে হলো?
সুরজ : আমি ভালো গল্প খুঁজছিলাম, যেখানে আমার চ্যালেঞ্জিং কিছু করার থাকে। মাঝে মাঝে আমি কিছু ভালো গল্পের চলচ্চিত্রে কাজ করার প্রস্তাব পেয়েছি। তবে আমার সময়টা ঠিক মেলেনি। আমি শুধু ছুটির দিনগুলোতে কাজ করি। আমি নিউইয়র্ক ইউনিভার্সিটিতে চলচ্চিত্রের ওপর পড়ালেখা করছি, তাই আমাকে যা প্রস্তাব করা হয় তা করতে পারি না সব সময়। আমি ‘ফিলৌরি’তে অভিনয় করার সুযোগ পেয়েছি। এখানে আমার চরিত্রটা ভালো। আমার চরিত্রটিতে আমার প্রজন্মের প্রতিশ্রুতির সমস্যাগুলোর ছবি দেখানো হয়েছে।
প্রশ্ন : প্রতি মাসে আপনি কতটি চিত্রনাট্যে অভিনয়ের প্রস্তাব পান?
সুরজ : শুধু প্রস্তাব না। আমি পড়ার জন্য চিত্রনাট্য পাই। সেটা প্রতি মাসে ৩০ থেকে ৪০টার মতো।
প্রশ্ন : আপনি ‘লাইফ অব পাই’ এবং ‘মিলিয়ন ডলার আর্ম’-এর মতো চলচ্চিত্রে অভিনয় করার পর কুসংস্কার-ভিত্তিক চলচ্চিত্রে অভিনয় করলেন। চলচ্চিত্রে আপনার চরিত্রটি একটি গাছকে বিয়ে করে!
সুরজ : হ্যাঁ,এটা খুব অদ্ভুত ছিল। এই ছবিতে অভিনয় করার আগে আমি জানতাম না এটাকে ‘মাঙ্গলিক’ বলে। এমনকি আমি বিস্মিত হয়েছি—দিল্লি, যেখানে আমি বেড়ে উঠেছি; সেখানে এটা খুব পরিচিত একটি ব্যাপার। আমি আমার পরিচিত ৩০ থেকে ৪০ জনের কাছে জানতে চাইলাম। মাত্র তিনজন বিষয়টি সম্পর্কে জানে। বাকিরা ব্যাপারটিকে লুকিয়েছে। যাহোক, গাছকে বিয়ে করা অদ্ভুত ছিল।
প্রশ্ন : বাস্তব জীবনে এটি করতে চান?
সুরজ : করতে চাই! এখানে তো কোনো ক্ষতি নেই। তবে অনেক মানুষ এটাকে ভুল বলবে।
প্রশ্ন : কোনটি পছন্দের ছিল? আনুশকাকে বিয়ে করা নাকি ভূতকে?
সুরজ শর্মা: আমি আনুশকাকে নয়, গাছকে বিয়ে করেছি। আনুশকা দারুণ একজন প্রযোজক। সে পেশাদার অসাধারণ একজন অভিনেত্রী। তাঁর সঙ্গে অভিনয়ে কখনো একঘেয়েমি লাগেনি।
প্রশ্ন : আপনি মালয়লাম আর আনুশকা কেরালার।
সুরজ : হ্যাঁ, কিন্তু আমি মালয়লাম জানি না। আমি বুঝতে পারি কিছুটা। আমি দিল্লিতে বড় হয়েছি।
প্রশ্ন : ‘লাইফ অব পাই’-এর মতো ‘ফিলৌরি’তে প্রচুর ভিএফএক্স-এর কাজ করা হয়েছে।
সুরজ : দুটোই অবিশ্বাস্যভাবে আলাদা। এখানে এক মিনিটের সাদৃশ্য থাকলেও বাকি সব আলাদা। এখানে বিভিন্ন উপাদান ব্যবহার করা হয়েছে, যার সঙ্গে অভিনয় করা সত্যিই কষ্টকর।
প্রশ্ন : বলিউডের শেষ কোন ছবি দেখে আপনি অনুপ্রাণিত হয়েছেন?
সুরজ শর্মা : উড়তা পাঞ্জাব। আমার মনে হয় এটি একটি সাহসী ব্যতিক্রমী চলচ্চিত্র। আমি শহিদ কাপুরের চরিত্রে অভিনয় করতে চাই।
প্রশ্ন : কত বছর বয়সে আপনি অভিনয়ে আগ্রহী হন?
সুরজ : আমি অভিনয়ে আগ্রহী ছিলাম না। আমি থিয়েটার করিনি। আমার ভাইয়ের অভিনয়ে আগ্রহ ছিল। সে ‘লাইফ অব পাই’-এর অডিশনে গিয়েছিল। আমি তাকে অভিনয়ে সহযোগিতা করার জন্য সেখানে ছিলাম। তারা বলল অডিশন ভালো হয়েছে। আমাকে তারা ভিতরে নিয়ে কয়েক লাইন বাক্য বলল। আমার জন্য এটি খুব বিব্রতকর ছিল। ছয় মাস পর তারা আমাকে নির্বাচিত করল। এমনটা হবে আমি কখনো ভাবিনি।
প্রশ্ন : আপনি তো চলচ্চিত্র নির্মাণের ওপর পড়াশোনা করছেন। নির্মাতা হওয়ার ইচ্ছে আছে?
সুরজ : আমি একদিন চলচ্চিত্র নির্মাণ এবং লিখতে চাই। তবে তার আগে চলচ্চিত্র সম্পর্কে আরো জানতে চাই। চলচ্চিত্র সম্পর্কে জানা এবং বোঝা আমাকে আমার অর্জনে সহায়তা করবে। কোর্স শেষে আমি আবার অভিনয় আরম্ভ করব। তারপর পরিচালনার কথা ভাবব।
প্রশ্ন : আপনার কী কী ছবি আসছে সামনে?
সুরজ : আগামী মাস দুয়েকের মধ্যে জর্ডান রবার্টসের ‘বার্ন ইওর ম্যাপস’ মুক্তি পাবে। এখন এটি ফিল্ম ফেস্টিভ্যালে অংশগ্রহণ করছে।