২০১৭-এর বলিউড থাকবে নারীদের দখলে
বলিউডে সাধারণত পুরুষকেন্দ্রিক চলচ্চিত্রের চাহিদা থাকলেও সাম্প্রতিক সময়ে এই চিত্র অনেকটাই বদলেছে। নারীকেন্দ্রিক বেশ কিছু চলচ্চিত্র নির্মাণ হচ্ছে, যা সাধারণ দর্শক ভালোভাবে গ্রহণ করেছে। চলতি বছর ২০১৭ সালে এমন কিছু নারীকেন্দ্রিক চলচ্চিত্র মুক্তি পাবে। এনটিভি অনলাইন পাঠকদের জন্য এমন নয়টি চলচ্চিত্র সম্পর্কে আলোচনা করা হলো।
আনারকলি অব আরা
ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন স্বরা ভাস্কর। এই ছবিতে তাঁকে দেখা যাবে গ্রামের জলসার একজন আবেদনময়ী নর্তকীর চরিত্রে। এখানে তিনি কয়েকটি সাহসী দৃশ্যে অভিনয় করেছেন, যা নিয়ে বলিউডে সমালোচনার সম্মুখীনও হতে হয়েছে তাঁকে। ‘আনারকলি অব আরা’তে স্বরা ভাস্কর ছাড়া আরো অভিনয় করেছেন সঞ্জয় মিশ্র, পঙ্কজ ত্রিপাঠী।
নাম শাবানা
শাবানা নামের এক গোয়েন্দা নারীর জীবন কাহিনী নিয়ে গড়ে উঠেছে ছবির কাহিনী। প্রধান চরিত্রে অভিনয় করেছেন তাপসী পান্নু। এর আগে তাপসী পান্নু ‘বেবি’ চলচ্চিত্রে ছোট একটি চরিত্রে অভিনয় করেছিলেন। সেই চরিত্রের ভিত্তিতে গড়ে উঠেছে ছবির কাহিনী। শিবম নায়ার পরিচালিত ছবিটিতে তাপসী পান্নু ছাড়াও বিশেষ চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার, অনুপম খের, পৃথ্বীরাজ, মনোজ বাজপেপিসহ অনেকে। ৩১ মার্চ ছবিটি মুক্তি পাবে।
বেগমজান
সৃজিত মুখার্জি পরিচালিত ‘বেগমজান’ কলকাতার ‘রাজকাহিনী’ ছবির হিন্দি সংস্করণ। বিদ্যা বালান এখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। তাঁকে দেখা যাবে একটি পতিতালয়ের প্রধানের চরিত্রে। এরই মধ্যে ছবিটির ট্রেইলার অনলাইনে মুক্তি পেয়েছে। আগামী পয়লা বৈশাখ মুক্তি পাবে ‘বেগমজান’।
নূর
সোনাক্ষি সিনহাকে একজন সাংবাদিক চরিত্রে দেখা যাবে এই ছবিতে। পাকিস্তানি লেখিকা-সাংবাদিক সাবা ইমতিয়াজের উপন্যাস ‘করাচি, ইউ আর কিলিং মি’ থেকে অনুপ্রাণিত হয়ে ‘নূর’ ছবিটি নির্মাণ করেছেন সুনীল সিপ্পি। এ ছাড়া সানি লিওনকে একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে এই ছবিতে।
ভূমি
বাবা-মেয়ের সম্পর্ক নিয়ে নির্মিত হয়েছে এটি। অদিতি রাও অভিনয় করেছেন ‘ভূমি’ চরিত্রে।
পদ্মাবতী
ঐতিহাসিক কাহিনী নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘পদ্মাবতী’তে চিতোরের রানি পদ্মিনীর চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। সঞ্চয় লীলা বনসালি পরিচালিত ছবিটি শুটিং চলাকালীন নানাভাবে সমালোচিত হচ্ছে। ইতিহাস বিকৃতির অভিযোগ উঠেছে নির্মাতার বিরুদ্ধে। শুটিং সেটে কয়েকবার হামলাও হয়েছে এরই মধ্যে।
হাসিনা : দ্য কুইন অব মুম্বাই
আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের বোনের জীবন কাহিনী নিয়ে নির্মিত হচ্ছে ‘হাসিনা : দ্য কুইন অব মুম্বাই’। হাসিনা চরিত্রে দেখা যাবে শ্রদ্ধা কাপুরকে। দাউদ ইব্রাহিমের ভূমিকায় অভিনয় করছেন সিদ্ধার্থ কাপুর। অপূর্ব লাখিয়া পরিচালিত ছবিটির ফার্স্টলুক পোস্টার এরই মধ্যে মুক্তি পেয়েছে।
সিক্রেট সুপারস্টার
এক তরুণী মেয়ের সংগীত প্রতিভা এবং সেটা দুনিয়াজোড়া ছড়িয়ে দেওয়ার কাহিনী নিয়ে নির্মিত ‘সিক্রেট সুপারস্টার’। ‘দঙ্গল’-কন্যা জারিয়া অভিনয় করছেন প্রধান চরিত্রে। এখানে আমির খানকে দেখা যাবে সংগীত তারকার চরিত্রে। আদভাইত চন্তন পরিচালিত ছবিটি প্রযোজনা করেছেন আমির খান এবং কিরন রাও।
সিমরান
কঙ্গনা রানাউত ‘সিমরান’ ছবিতে অভিনয় করছেন। ছবিতে তাঁর চরিত্রের নাম প্রফুল পাতিল, যিনি গুজরাটি নারী। মেয়েটির উচ্চাশা কেমন করে বিশ্ব অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে, তেমনটাই এই ছবিতেই দেখানো হবে বলে নির্মাতা জানিয়েছেন। ছবিটি আগামী বছর মুক্তি পাওয়ার কথা রয়েছে।