‘আত্মজীবনীতে আমার আর কঙ্গনার বিষয়টি পড়তে মজার হবে’
বলিউডের অনেক তারকা আজকাল আত্মজীবনী লিখছেন। নিজের জীবনের অপ্রকাশিত বিভিন্ন কথা বা ঘটনা স্থান পাচ্ছে এসবে। অনেকে অনেক স্পর্শকাতর বিষয়ে খোলাখুলিভাবে লিখেছেন। এবার সেই দলে নাম লেখাতে চলেছেন বলিউডের নামি তারকা হৃতিক রোশন।
ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে হৃতিক রোশন বলেছেন, ‘আমি যদিও লেখক নই, তবে লেখার কথা ভাবছি। তিনি আরো বলেন, ‘আত্মজীবনীতে আমার আর কঙ্গনার বিষয়টি পড়তে মজার হবে’। এই মন্তব্য দিয়ে যে আগেভাগেই আত্মজীবনীর প্রচারণায় নেমে পড়েছেন হৃতিক, তা তো বলতে পারেন যে কেউই। আত্মজীবনীর নাম কী হবে সেটা এখন পর্যন্ত ঠিক না হলেও এতে তাঁর ঘটনাবহুল জীবনের অনেক কিছুই স্থান পাবে নিশ্চিতভাবে। বিতর্কিত বিষয়াষয়গুলো নিয়ে তাঁর নিজস্ব ব্যাখ্যাও নিশ্চয়ই জানতে চাইবেন ভক্ত বা সমালোচক মহল।
হৃতিক রোশন সবশেষ ‘কাবিল’ শিরোনামে চলচ্চিত্রে অভিনয় করেন। বলিউড বক্স অফিসে ছবিটি বেশ ভালো অবস্থান করে নেয়। ‘রইস’-এর মতো তারকাবহুল ছবির সঙ্গে পাল্লা দেওয়ার বিষয়ে ছবিটি নিয়ে সন্দিহান ছিলেন অনেকেই, তবে সে পরীক্ষায় ‘কাবিল’ ভালোভাবেই উতরে গেছে।
হৃতিক রোশন বলিউডের বিখ্যাত প্রযোজক এবং পরিচালক রাকেশ রোশনের ছেলে। বাবার পরিচালিত এবং প্রযোজিত ‘কাহো না..পেয়ার হ্যায়’ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় এই তারকার। এরপর তারকাখ্যাতি পেতে তাঁর তেমন সময় লাগেনি। বলিউডের খানদের পাশাপাশি বড় মাপের তারকা হিসেবে নিজের স্থান তিনি করে নিয়েছেন সময়ের সঙ্গে সঙ্গে।