শিববাড়ির জঙ্গি হামলা নতুন ধরনের : বার্নিকাট
সিলেটের শিববাড়িতে জঙ্গি হামলার ঘটনাকে নতুন ধরনের এবং আগের ঘটনাগুলোর ধারাবাহিকতা হিসেবে উল্লেখ করলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট।
আজ মঙ্গলবার আমেরিকান সেন্টারে আয়োজিত অনুষ্ঠান শেষে রাষ্ট্রদূত এসব কথা বলেন।
বার্নিকাট বলেন, বাংলাদেশের উচিত বহির্বিশ্বের সঙ্গে এখানকার জঙ্গি সংক্রান্ত তথ্যগুলো বিনিময় করা যাতে পরবর্তী আক্রমণ থেকে অন্যকোন দেশ রক্ষা পায়। তাঁর মতে, প্যারিস ও ব্রাসেলসে আক্রমণের পর নানা ব্যবস্থা নেওয়া সত্ত্বেও জঙ্গিরা ঠিকই সংগঠিত হয়ে অন্য কোথাও আক্রমণ চালিয়ে যাচ্ছে। কাজেই বাংলাদেশকেও এ ব্যাপারে সচেতন হতে হবে। তিনি জঙ্গি হামলা প্রতিরোধে সামাজিক জাগরণের ওপর জোর দেন।
শিববাড়ির জঙ্গি আস্তানা আতিয়া মহলে সেনাবাহিনীর প্যারা কমান্ডো দলের অভিযানে চার জঙ্গি নিহত হয়। এর আগে বাড়ির পাশে বোমা বিস্ফোরণে দুই পুলিশসহ ছয়জন নিহত হয়।