আইনমন্ত্রী বললেন
প্রয়োজনে বিস্ফোরক আইনকে আরো কার্যকর করা হবে
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, প্রয়োজনে বিস্ফোরক দ্রব্য আইনকে আরো বেশি কার্যকর করা হবে। সন্ত্রাস এবং জঙ্গি দমনে সরকার শূন্য সহনশীল (জিরো টলারেন্স)।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আইন মন্ত্রণালয়ের সঙ্গে অস্ট্রেলিয়ার ওয়ের্স্টান সিডনি বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক (এমওইউ) সই অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
অধস্তন আদালত ব্যবস্থাকে শক্তিশালীকরণে আইন ও বিচার বিভাগের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় ৫৪৯ জন বিচারককে ওয়ের্স্টান সিডনি বিশ্ববিদ্যালয়ের প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যে এই এমওইউ স্বাক্ষরিত হয়।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী জানান, বিচার বিভাগের সঙ্গে নির্বাহী বিভাগের কোনো দূরত্ব কিংবা বিরোধ নেই। তিনি দেশের সাম্প্রতিক জঙ্গি হামলা দমনে আইনি প্রক্রিয়া নিয়েও কথা বলেন।