সিলেটে জঙ্গি মুসা নিহত হয়েছে, ধারণা পুলিশের
সিলেটের শিববাড়ির আতিয়া মহলে সেনা অভিযানে নিহত চার জঙ্গির মধ্যে নব্য জেএমবি প্রধান মুসা আছে বলে পুলিশ ধারণা করছে।
পুলিশের সহকারী মহাপরিদর্শক (এআইজি) এম মনিরুজ্জামান আজ মঙ্গলবার বলেন, ‘গোয়েন্দাদের অভিমত নিহত চার জঙ্গির মধ্যে একজন নব্য জেএমবি নেতা মুসা রয়েছে।’ তিনি বলেন, মুসার পরিচয় নিশ্চিত হওয়ার জন্য তার মরদেহ ফরেনসিক পরীক্ষা করা হবে, কারণ অভিযানের সময় তার মুখমণ্ডল বিকৃত হয়েছে।
কর্মকর্তারা জানান, মুসা ২০১৬ সালের ১ জুলাই রাজধানীর গুলশানে হলি আটিজান বেকারিতে হামলার ঘটনায় সেনা অভিযানে কয়েকজন জঙ্গি নেতা নিহত হওয়ার পর নব্য জেএমবি প্রধান হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন।
চার দিনব্যাপী জঙ্গি আস্তানা ঘেরাও করার পর সেনা অভিযানে আস্তানাটি জঙ্গিমুক্ত করা হয়। অভিযানে আস্তানার ভিতরে থাকা চার জঙ্গি নিহত হয়।
প্রত্যক্ষদর্শী ও কর্মকর্তারা জানান, আস্তানার ভেতরে রাখা বোমাগুলো সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়দল নিষ্ক্রিয় করার সময়ে বিস্ফোরণ হয় ও ভেতর থেকে ধোঁয়া দেখা যায়। মৃত্যুর আগে জঙ্গিরা বাসার বিভিন্ন কোনায় কোনায় বোমা পেতে রাখে।
নিহত দুই জঙ্গির মরদেহ ময়নাতদন্তের পর পুলিশের কাছে সেনা সদস্যরা হস্তান্তর করেছে। অপর নিহত দুজনের মরদেহ যাদের মধ্যে একজনকে মুসা হিসেবে মনে করা হচ্ছে, তাদের মরদেহ আস্তানার ভেতর পড়ে থাকা বিস্ফোরক এর মধ্যে রয়েছে। মুসার বাইরে অপর দুজন নিহত জঙ্গি হলো মর্জিনা ও কাওসার। তবে চতুর্থ জনের পরিচয় এখনো পাওয়া যায়নি।