জঙ্গি নিয়ন্ত্রণে সীমান্তে বিজিবির নজরদারি বৃদ্ধি
দেশের বিভিন্ন এলাকায় জঙ্গি তৎপরতা এবং সর্বশেষ সিলেটের শিববাড়ির আতিয়া মহলে জঙ্গিদের আস্তানা পাওয়ার পর সতর্ক অবস্থানে রয়েছে মৌলভীবাজারের আইনশৃঙ্খলাবাহিনী। পাশের জেলা সিলেটের ঘটনায় মৌলভীবাজারের জনমনে উদ্বেগ দেখা দিয়েছে। পুলিশ বাসা-বাড়িতে গিয়ে ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ ও তল্লাশি করছে।
সম্প্রতি গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়, পাহাড়ি অঞ্চল জঙ্গিদের নিরাপদ আস্তানা গড়ে উঠতে পারে। এর পরিপ্রেক্ষিতে মৌলভীবাজার জেলাসহ পাশের জেলা হবিগঞ্জ, সিলেট, সুনামগঞ্জে পুলিশ ও বিজিবি বিশেষ সতর্কতা অবলম্বন করছে। অন্যদিকে পুলিশের উদ্যোগে শহর ও শহরতলীর প্রত্যেক বাসায় ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ ও তল্লাশি করা হচ্ছে। বিশেষ নজরে আনা হয়েছে জেলা জজ আদালত ও বিচারিক আদালত। এরই মধ্যে সর্বত্র পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।
বিজিবির শ্রীমঙ্গল সেক্টরের ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার ও বিজিবির ৫২ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল নিয়ামুল কবির জানান, সিলেটের বিয়ানীবাজারের গজুকাটা থেকে হবিগঞ্জের লক্ষ্মীবাজার পর্যন্ত ৩৫১ দশমিক ৫০ কিলোমিটার স্থানে কড়া নজরদারি রয়েছে। সীমান্তের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি করা হচ্ছে। বিশেষ করে রাতে চলাচলকারী যানবাহনগুলোর প্রতি সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে। স্বাভাবিক সময়ের চেয়ে এখন সীমান্ত এলাকায় ক্যাম্পগুলোকে বেশি সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। সীমান্ত এলাকায় জঙ্গি নিয়ন্ত্রণে জনগণকে সচেতন করার কাজ চলছে।
এদিকে বিজিবির সিলেট সেক্টরের অধীনে বিয়ানিবাজারের লক্ষ্মীবাজার থেকে নেত্রকোনার মাটিরাবন এলাকার ৩০২ কিলোমিটার সীমান্তজুড়ে কড়া নজরদারি রাখা হচ্ছে। সিলেটে অবস্থিত বিজিবির ৪১ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল শাহ আলম চৌধুরী জানান, সীমান্তে গোয়েন্দা নজরদারি রাখা হচ্ছে যাতে করে কেউ অবৈধভাবে সীমান্ত অতিক্রম করতে না পারে। বিজিবির পাশাপাশি বিএসএফও সীমান্তে নজরদারি বৃদ্ধি করেছে। সীমান্তের অধিকাংশ এলাকা পাহাড়ি অঞ্চল থাকায় জঙ্গিদের নিরাপদ আস্তানা যাতে গড়ে উঠতে না পারে সে লক্ষ্যে ওই সব এলাকার ঘরবাড়িসহ পাহাড়ের নির্জন এলাকা নজরদারিতে রয়েছে। এরই মধ্যে বিজিবির ক্যাম্পগুলোকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল জানান, চলমান জঙ্গি ইস্যুতে জেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আগের থেকে জোরদার করা হয়েছে। জঙ্গিরা যাতে ছন্দবেশে এখানে অবস্থান করতে না পারে তার জন্য তল্লাশি চলছে।