কুমিল্লায় ভোটের মধ্যে অভিযান হবে না : সিইসি
কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় ২৪ নং ওয়ার্ডে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলাবাহিনী। আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে ওই সিটির নির্বাচন। তবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, ভোটের মধ্যে অভিযান হবে না। প্রয়োজন হলে আইনশৃঙ্খলা বাহিনী ভোট শেষে অভিযান চালাবে।
আজ বুধবার সাংবাদিকদের এ কথা বলেন সিইসি। আতঙ্কিত না হয়ে ভোটারদের নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যাওয়ার অনুরোধ করেছেন সিইসি নুরুল হুদা। জঙ্গি আস্তানা সন্দেহে কুমিল্লায় একটি বাড়ি ঘেরাও করে রাখা হয়েছে, তা শোনার পর তিনি এ কথা বলেন।
আজ বুধবার বিকেল থেকে ২৪ নং ওয়ার্ডের গন্ধমতি এলাকার একটি তিনতলা বাড়ি ঘেরাও করে রেখেছে কাউন্টার টেররিজম ইউনিট, পুলিশ ও র্যাবের সদস্যরা। ওই বাড়ির পাশেই গন্ধমতী হাই স্কুল। স্কুলটি আগামীকাল নির্বাচনে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে।
সিইসি নুরুল হুদা বলেন, ‘আইন শৃঙ্খলাবাহিনীর সঙ্গে আমার কথা হয়েছে। ভোটারদের নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করা হয়েছে।’ ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘কোনোভাবেই আতঙ্কিত হবেন না।’
সিইসি জানান, পুলিশ সংশ্লিষ্ট বাড়ি ঘিরে রেখেছে। সেক্ষেত্রে ভোটের কোনো অসুবিধা হবে না। তিনি বলেন, ‘পুলিশ আমাকে জানিয়েছে প্রয়োজন হলেই অভিযানের বিষয়ে পদক্ষেপ নেবে। তবে ভোটের মধ্যে এ অভিযান হবে না। প্রয়োজনে ভোট শেষে তারা অভিযান পরিচালনা করবে।’
২০১২ সালের পর দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন। প্রথম নির্বাচনে জয়ী হয়েছিলেন বিএনপি সমর্থিত প্রার্থী মনিরুল হক সাক্বু। দলীয় প্রতীকে নির্বাচন শুরু হওয়ার পর এবার ধানের শীষ নিয়ে নির্বাচনে লড়ছেন তিনি। এদিকে প্রথমবারের মতো মেয়র পদে নির্বাচন করছেন আওয়ামী লীগের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা।
গণসংযোগের সময় বিএনপি প্রার্থী মনিরুল হক সাক্কু প্রতিপক্ষের বিরুদ্ধে পোস্টার ছেঁড়া, প্রচারে বাধা দেওয়ার অভিযোগ করেন। তবে আওয়ামী লীগ প্রার্থী সীমা জানান, নির্বাচনের পরিবেশ সুষ্ঠুই আছে।