দুটি নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে : সিইসি
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসন এবং কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।
আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন কার্যালয়ে আয়োজিত ভোটগ্রহণ পরবর্তী সংবাদ সম্মেলনে সিইসি এ দাবি করেন।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে, বিপুল উৎসাহ উদ্দীপনা আনন্দমুখর পরিবেশে ও বিপুল ভোটারের ভোটদানের মধ্য দিয়ে কুমিল্লা সিটি করপোরেশনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে সুনামগঞ্জ-২ আসনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে প্রিসাইডিং অফিসারের নিয়ন্ত্রণবহির্ভূত কারণে কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচনে দুটো কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ ঘোষণা করা হয়েছে।’
সিইসি বলেন, ‘নির্বাচন দুটিকে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে সবার কাছে গ্রহণযোগ্য করার লক্ষ্যে আমরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করি। বিচ্ছিন্ন দুয়েকটি ঘটনা ছাড়া সফলভাবে নির্বাচন শান্তিপূর্ণভাবে কেন্দ্রে কেন্দ্রে ভোট গণনা চলছে। এখন নির্বাচন ফলাফলের ঘোষণার অপেক্ষায়।’