স্বাধীনতা দিবস উপলক্ষে মদিনা আওয়ামী ফাউন্ডেশনের আলোচনা
সৌদি আরবের মদিনায় ৪৭তম স্বাধীনতা দিবস উদযাপন করেছে মদিনা আওয়ামী ফাউন্ডেশন। এই উপলক্ষে তারা আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
আলোচনা সভায় বক্তারা বলেন, সব যুদ্ধাপরাধী, রাজাকার ও অপশক্তিকে চিরতরে বাংলার মাটি থেকে উৎখাত করে বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠায়, মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত-সমৃদ্ধ এবং যে কোনো মূল্যে জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
মদিনার বাঙালি মার্কেটে গত বৃহস্পতিবার রাত ১০টায় আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মদিনা আওয়ামী ফাউন্ডেশনের সভাপতি মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
মহিউদ্দিন মিন্টু ও জিল্লুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ খোরশেদ আলম সুজন।
বক্তব্য দেন প্রবীণ রাজনীতিবিদ ইদ্রিস মিয়া, মুক্তিযোদ্ধা এম এ সেলিম, ফরিদুল আলম, রফিকুল ইসলাম, শহিদুল ইসলাম মানিক, নিয়াজ খান নোমান, মামুনুর রশিদ, কামাল উদ্দিন, রহিম উদ্দিনসহ মদিনা আওয়ামী পরিবারের নেতাকর্মীরা।
শেষে মুক্তিযোদ্ধা শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।