ময়মনসিংহের সেই বাড়ি থেকে জেএমবি সন্দেহে আটক ৭
ময়মনসিংহ শহরের কালীবাড়ী রোডের একটি বাড়ি থেকে আজ সোমবার জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য সন্দেহে সাতজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে একটি কম্পিউটার, একটি মোটরসাইকেল, একটি ব্যাংকের চেকবই ও বেশ কিছু বই জব্দ করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন জেলার ধোবাউড়া উপজেলার আল আমিন (২৫), হালুয়াঘাট উপজেলার শহিদুল ইসলাম (২৮) ও আশিকুর রহমান (২৮), নেত্রকোনার পূর্বধলা উপজেলার শাহ আল রোমান শামীম (২৭), মাসুম আহমেদ (৩০) ও রুমান মিয়া (২৭) এবং জামালপুরের মেলান্দহ উপজেলার নাসির উদ্দিন (২৭)। এঁদের মধ্যে মাসুম তিনটি ভোগ্যপণ্য ব্যবসাপ্রতিষ্ঠানের ডিলার। নাসির উদ্দিন ময়মনসিংহ মেডিকেল কলেজের চূড়ান্ত বর্ষের ছাত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শহরের ১৭০ কালীবাড়ী রোডের বাড়িটির মালিকের নাম অ্যাডভোকেট আসিফ আনোয়ার মুরাদ। তাঁর বাবা আনোয়ারুল কাদের ছিলেন জেলা বাকশালের সাধারণ সম্পাদক এবং আওয়ামী লীগের স্বল্পকালীন সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৭৩ সালে আওয়ামী লীগের মনোনয়নে জাতীয় সংসদ সদস্য নির্বাচন করলেও পরাজিত হন।
বেলা ১১টার দিকে পুলিশ সদস্যরা একতলা ওই বাড়িটি ঘিরে ফেলেন। খবর পেয়ে ছুটে আসেন পুলিশের ময়মনসিংহ রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত ডিআইজি ড. আক্কাস উদ্দিন ভূইয়া, র্যাব ১৪-এর পরিচালক কর্নেল মো. শরীফুল ইসলাম, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম। বেলা সাড়ে ১২টার দিকে বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢোকেন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা।
পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, বেশ কয়েকদিন ধরে পুলিশ ওই বাড়ির বাসিন্দাদের ওপর নজর রাখছিল। তাদের গতিবিধি, আচরণ জেএমবির মতোই। আজ বেলা ১১টা থেকে সেখানে অভিযানে নামে পুলিশ। গোলাগুলি ও প্রাণহানি ঠেকাতে সতর্কতার সঙ্গে অভিযান চালানো হয়। বেলা আড়াইটায় সন্দেহভাজন জেএমবি সদস্যদের নিস্ক্রিয় করে আটক করা হয়। উদ্ধার করা হয় একটি কম্পিউটার, আল আরাফাহ ইসলামী ব্যাংকের একটি চেকবই, একটি মোটরসাইকেল, কিছু জিহাদি বইপত্র, কিছু তার ও সরঞ্জাম। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করার পর বিস্তারিত জানানো হবে।