টি-টোয়েন্টির নতুন অধিনায়ক সাকিব?
মাশরাফি বিন মুর্তজা অবসর নেওয়ার পর থেকেই পরবর্তী অধিনায়ক নিয়ে আলোচনা শুরু হয়। এ তালিকায় চলে আসে তামিম ইকবাল, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদের মতো সিনিয়র ক্রিকেটারদের নাম। তবে শোনা যাচ্ছে, সাকিব আল হাসানকে টি-টোয়েন্টি দলের দায়িত্ব দেওয়া হতে পারে। এমনই আভাস দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।
গতকাল মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি শুরুর আগে টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। সিরিজে মাশরাফির ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করছেন সাকিব।
শ্রীলঙ্কা সফরের পর অনেক দিন টি-টোয়েন্টি ক্রিকেটের বাইরে থাকবে বাংলাদেশ। তাই এখনই পরবর্তী অধিনায়ক ঘোষণার তাড়া নেই বিসিবির। জাতীয় দল দেশে ফেরার পর কোচ, নির্বাচক ও সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে আলোচনা করেই আনুষ্ঠানিকভাবে নতুন অধিনায়ক ঘোষণা করবে ক্রিকেট বোর্ড। বিসিবির আরেকটি সূত্রে জানা গেছে, সাব্বির রহমানকেও দেওয়া হতে পারে টি-টোয়েন্টি দলের দায়িত্ব।
তবে অধিনায়কের দৌড়ে আপাতত এগিয়ে আছেন সাকিব আল হাসানই। এর আগে জাতীয় দলের অধিনায়ক থাকাকালে চারটি টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেন সাকিব। এখনো বাংলাদেশ টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। সেই হিসেবে মাশরাফির পর অধিনায়ক হিসেবে যে সাকিবের নামটাই আগে আসবে, সেটা সাংবাদিকদের জানিয়ে রেখেছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান।
টি-টোয়েন্টি ছাড়াও সাকিবের নেতৃত্বে বাংলাদেশ খেলেছে ৪৯টি ওয়ানডে। এর মধ্যে বাংলাদেশ জয় পেয়েছে ২৩টি ম্যাচে। এ ছাড়া নয়টি টেস্টের মধ্যেও একটিতে জয় পেয়েছেন অধিনায়ক সাকিব।