‘মাশরাফি তোমার সাথে আছে বাংলাদেশ’
‘মাশরাফি তোমার সাথে আছে বাংলাদেশ’ ও ‘মাশরাফি তোমায় ভালোবাসি’- প্ল্যাকার্ডে মাশরাফি বিন মুর্তজার উদ্দেশে লেখাগুলো তাঁর ভক্তদের। শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সামনে বাংলাদেশ অধিনায়কের ভক্ত-সমর্থকরা এই কথাগুলো লিখে মানববন্ধন করেন।
বিকেল ৪টায় এই মানববন্ধন হয়। আর এর আয়োজন করে ক্রিকেট সমর্থকদের সংগঠন ‘ক্রিকেট ফ্রিক’, ‘দৌড়া বাঘ আইল’ ও ‘ক্রিকপ্লাটুন’।
তবে এই প্ল্যাকার্ডে দেখা যায়, সমর্থকদের কিছু ক্ষোভ ঝরে পড়ে দলের কোচ চন্দিকা হাথুরুসিংহের ওপর, ‘হাথুরু আপনি কি গ্রেগ চ্যাপেলের পরিণতি দেখেননি?’ আরেকজন লিখে এনেছেন, ‘কোচ শুধু কোচই থাক, সর্বেসর্বা কিংবা একচ্ছত্র অধিপতি নয়’।
অবশ্য গতকাল শুক্রবার দেশে ফিরে ভক্তদের আশ্বস্ত করলেন মাশরাফি। ভক্তদের মনে করিয়ে দিলেন, টি-টোয়েন্টি ছাড়লেও এখনো ওয়ানডে ক্রিকেটে দলের সঙ্গে আছেন তিনি। ম্যাশ বলেন, ‘এখনো তো ওয়ানডে খেলছি, আল্লাহ বাঁচিয়ে রাখলে আবার মাঠে দেখা হবে।’
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সাংবাদিকদের কাছে মাশরাফি বলেন, ‘১০ বছর ধরে এই ফরম্যাটে খেলছি। অবশ্যই গর্ববোধ করছি। এখনো তো ওয়ানডে খেলছি ইনশাল্লাহ। বেঁচে থাকলে আবার মাঠে দেখা যাবে। মজা হবে ওইখানেই।’
গত বুধবার হঠাৎ আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ চলাকালে তাঁর এই ঘোষণা সমালোচনার ডালপালা মেলতে থাকে। অনেকেই এর জন্য দলের কোচ ছাড়া বিসিবি কর্মকর্তাদেরও দায়ী করেন।