হিউম্যান রাইটস ওয়াচ বাংলাদেশের সমালোচনায় ব্যস্ত
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেছেন, বাংলাদেশ সরকার দেশের স্বার্থ আদায়ে কাজ করছে। এ বিষয়ে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) যেসব প্রতিবেদন দিচ্ছে তা সামগ্রিক দিক বিবেচনা করে হচ্ছে না। তারা বাংলাদেশের সমালোচনা করতেই ব্যস্ত থাকে।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মুন্সীগঞ্জ সার্কিট হাউসের সম্মেলনকক্ষে জাতীয় মানবাধিকার কমিশনের আয়োজনে ‘মানবাধিকার সুরক্ষা ও উন্নয়ন : জাতীয় মানবাধিকার কমিশনের ভূমিকা’ শীর্ষক কর্মশালায় রিয়াজুল হক এসব কথা বলেন।
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, যেসব জায়গায় মানবাধিকার বাস্তবায়নে অভাবনীয় সাফল্য এসেছে সেগুলো এইচআরডব্লিউর অজানা। তারা তাদের এজেন্ডার জন্য কাজ করে। তাদের তীব্র সমালোচনা হচ্ছে সুশীলসমাজেও।
কাজী রিয়াজুল হক বলেন, বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় প্রতিষ্ঠান জাতীয় মানবাধিকার কমিশন। বাংলাদেশের জন্ম হয়েছে মানবাধিকার রক্ষায়। এখানে যেসব সেবা প্রদান করা হয়ে থাকে, তা বিনামূল্যে হয়ে থাকে। টাকা লেনদেনের কোনো সম্পর্ক এখানে নেই।
‘আমরা ইতিমধ্যে পাঠ্যপুস্তকে মানবাধিকার বিষয়টি আনতে যাচ্ছি। বাল্যবিবাহ হচ্ছে সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘন। গৃহকর্মী নির্যাতন, শিক্ষার্থী নির্যাতন ইত্যাদি বন্ধে আমাদের এগিয়ে আসতে হবে’, যোগ করেন রিয়াজুল হক।
জেলা প্রশাসনের সহায়তায় ও জেলা প্রশাসক (ডিসি) সায়লা ফারজানার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কাজী রিয়াজুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম, মানবাধিকার কমিশনার ইসরাত হোসেন খান, জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য নুরুন নাহার ওসমানী, বাঞ্চিতা চাকমা প্রমুখ।