মাঠে ফিরেই উজ্জ্বল আরাফাত সানি
প্রায় দুই মাস কারাগারে থেকে অল্প কয়েক দিন আগেই জামিনে মুক্তি পেয়েছেন জাতীয় দলের বাইরে থাকা স্পিনার আরাফাত সানি। তিনি এবার মাঠেও ফিরেছেন। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে প্রথম ম্যাচে নেমেই বেশ উজ্জ্বলতা ছড়িয়েছেন বাঁ হাতি এই স্পিনার।
আজ বুধবার প্রিমিয়ার লিগের উদ্বোধনী দিনে আরাফাত সানি চমৎকার বোলিং করে ৫ উইকেট নিয়ে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের জয়ে রেখেছেন মূল্যবান অবদান। পারটেক্স স্পোর্টিং ক্লাবকে তাঁর দল হারিয়েছে ৭৮ রানের বিশাল ব্যবধানে।
বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের (বিকেএসপি) তিন নম্বর মাঠে প্রথমে ব্যাট করতে নেমে ২৮৭ রান করে দোলেশ্বর। জবাবে পুরো ৫০ ওভার খেলেও পারটেক্সের ইনিংস থেমে যায় ২০৯ রানে।
চলতি বছরের ২২ জানুয়ারি রাজধানীর আমিনবাজার এলাকা থেকে তথ্যপ্রযুক্তি আইনে করা মামলায় আরাফাত সানিকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানার পুলিশ। এরপর সানিকে আদালতে হাজির করা হলে ঢাকার মহানগর হাকিম প্রণব কুমার হুই একদিনের রিমান্ডে দেন।
এরপর গত ১ ফেব্রুয়ারি ঢাকার ৪ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আরাফাত সানি ও তাঁর মা নার্গিস আক্তারের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করেন নাসরিন সুলতানা। ১৫ মার্চ সানি এই মামলায় আদালত থেকে জামিন নিয়ে কারাগার থেকে মুক্ত হন।
সংক্ষিপ্ত স্কোর
প্রাইম দোলেশ্বর : ৫০ ওভারে ২৮৭/৯ (ইমতিয়াজ ৩৮, মজিদ ৭৭, শাহরিয়ার ০, পুনিত ২৯, মার্শল ৬৩, শরিফুল্লাহ ২১, ফরহাদ ১৬, এনাম জুনিয়র ৫, হাবিবুর ১৯, দেলোয়ার ৩*; কবির ৩/৪১, মাসুম ০/২২, হাফিজ ২/৫২, রাজিবুল ০/৬৪, জাকারিয়া ০/৩৫, শাহানুর ২/৪৭, যশ পাল ০/২৩)।
পারটেক্স : ৫০ ওভারে ২০৯/৯ (ইরফান ১৯, তারিক ৭, শাহানুর ০, যশপাল ৭৪, সাজ্জাদ ৪৩, জাকারিয়া ৮, জুবায়ের ২, রাজিবুল ২৬*, মাসুম ২, কবির ১৮, হাফিজ ০*; দেলোয়ার ০/১৭, হাবিবুর ১/৫৬, ফরহাদ রেজা ২/১০, সানি ৫/৩৩, শরিফউল্লাহ ১/৫০, এনাম জুনিয়র ০/৪১)।