এলো বৈশাখ
ইলিশ আগেই কিনে রেখেছেন পিয়া বিপাশা
দেখতে দেখতে বছর ঘুরে আবারও চলে এলো পয়লা বৈশাখ। পান্তাভাত, ইলিশ আর মেলায় ঘুরে বেড়ানোর মাধ্যমে চলে বাঙালির বৈশাখ বরণের উৎসব। তবে তারকাদের বেলায় বৈশাখ বরণের উৎসব কিছুটা ব্যতিক্রম হয়। অনেকেরই এই দিন কাটে শুটিংয়ের ব্যস্ততায়। এর মধ্যে থেকে যদিও বা কেউ কেউ সময় বের করে নেন নিজের মতো করে, তবে সেভাবে মেলায় ঘোরাফেরা হয় না। ঘরোয়াভাবে পালন করেন বাংলা বছরের প্রথম দিনকে।
বর্তমান প্রজন্মের জনপ্রিয় মডেল, অভিনেত্রী পিয়া বিপাশা। নাতিদীর্ঘ চুল আর মিষ্টি হাসির মেয়ে পিয়া বিপাশার এবার বৈশাখ নিয়ে খুব একটা পরিকল্পনা না থাকলেও নিজের মতো করে বাংলা বছরকে বরণ করবেন। বৈশাখের সকালে তাঁর পরিকল্পনা জানতে চাইলে এনটিভি অনলাইনকে তিনি বলেন,‘সকালে বাইরে বের হবো না। বিকালে গলফ ক্লাবে পরিবারের সঙ্গে গেট টুগেদার পার্টিতে যাব।’ যদিও তিনি এখনো ব্যস্ততার কারণে বৈশাখের কেনাকাটা করতে পারেননি। বৈশাখের কেনাকাটা না করার কার জানতে চাইলে এনটিভ অনলাইনেক পিয়া বিপাশা জানান, ‘একদম ব্যস্ততার কারণে শপিং করতে পারিনি। এবার মায়ের শাড়ি পরেই বৈশাখ উদযাপন করব।’
পয়লা বৈশাখের পান্তাভাত আর ইলিশ মাছ খাওয়া একেবারেই মিস করতে রাজি নন তিনি। বলা হলো, সরকার তো এ বছর বৈশাখে মানুষকে ইলিশ খেতে অনুৎসাহিত করছে, একজন তারকা হিসেবে পিয়া বিপাশা এ নিয়ে কতটা সচেতন? পিয়া এবার বেশ কৌশলী উত্তরে জানালেন, ‘ইলিশ অনেক আগেই কিনে রেখেছি’।
এবার বৈশাখী মেলায় যাবেন না পিয়া। না যাওয়ার কারণ জানতে চাইলে তিনি সোজাসাপ্টা বলেন, ‘খ্যাতির বিড়ম্বনার সম্মুখীন হতে হয়! তাছাড়া মেলায় গেলে মাঝেমধ্যে বড্ড ঝক্কি-ঝামেলা পোহাতে হয় আজকাল। সে জন্যই না যাওয়ার সিদ্ধান্ত।’ তবে মেলার কথা বলতে গিয়ে কিছুটা নস্টালজিক হয়ে গেলেন ছোটবেলার বৈশাখ বরণের কথা মনে করে। সেই আনন্দ এখন নেই বলে তিনি খুব আফসোস করলেন।
পয়লা বৈশাখ উপলক্ষে বিশেষ কোনো কাজ করেননি এবার। সব কাজ তুলে রেখেছেন ঈদের জন্য। ঈদকে ঘিরে এখন রাজ্যের ব্যস্ততা। তবে পয়লা বৈশাখে ভক্তরা দেখতে পাবে না বলে দুঃখ প্রকাশ করতে ভুল করেননি। এদিকে, শিগগিরই পিয়া বিপাশার নতুন ছবি মুক্তি পাবে। সে হিসেবে বলা যায়, বাংলা নতুন বছর পিয়ার জন্য দারুণ একটি বছর হবে।