ভারতে জাকির নায়েকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ইসলামবিষয়ক বক্তা জাকির নায়েকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। অর্থপাচারের অভিযোগে তাঁর বিরুদ্ধে এ পরোয়ানা জারি করেন ভারতের মুম্বাইয়ের একটি আদালত।
এনডিটিভির খবরে বলা হয়, গত বছর বাংলাদেশে সন্ত্রাসী হামলার সঙ্গে জাকির নায়েকের নাম উঠে আসে। ধারণা করা হচ্ছে, তিনি বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন। ভারতের আদালতে তাঁকে হাজির হতে বললেও তিনি যাচ্ছেন না।
এদিকে, জাকির নায়েককে দেশে ফেরানোর জন্য সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে প্রত্যাবর্তন চুক্তির কথা ভাবছে ভারত।
সম্প্রতি জাতীয় গোয়েন্দা সংস্থা (এনআইএ) এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে এনডিটিভি জানায়, জাকির নায়েকের বিরুদ্ধে প্রথমে একটি জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে। তার পরই ইন্টারপোলের রেড কর্নার নোটিশের আবেদন করবে।
গত বছরের জুলাইয়ে ঢাকার গুলশানে অবস্থিত স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় দুই পুলিশ কর্মকর্তাসহ ২৮ জন নিহত হন। সে সময় বাংলাদেশ সরকার অভিযোগ করে, জাকির নায়েকের বিভিন্ন বক্তব্যে প্রভাবিত হয়েই সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছিল। এর পর পরই ভারত সরকার জাকির নায়েকের বিরুদ্ধে তদন্তের পদক্ষেপ নেয়।
জঙ্গিবাদে উসকানি দেওয়ার অভিযোগে বাংলাদেশে জাকির নায়েকের মালিকানাধীন ইসলামী টিভি চ্যানেল পিস টিভি বন্ধ করে দেওয়া হয়। এ ছাড়া ভারতেও চ্যানেলটির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়।