ভারত থেকে আনা হবে দুই হাজার মেগাওয়াট বিদ্যুৎ
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, আগামী দুই বছরের মধ্যে ভারত থেকে আরো দুই হাজার মেগাওয়াট বিদ্যুৎ আনা হবে।
আজ রোববার দুপুরে সিলেটের একটি হোটেলে ‘টেকসই জ্বালানি প্রসারে গ্রিন ব্যাংকিং-এর ভূমিকা’ শীর্ষক কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের কাছে প্রতিমন্ত্রী এ কথা বলেন। তিনি জানান, বর্তমানে যে দামে ৬০ মেগাওয়াট বিদ্যুৎ আসছে তার চেয়ে কম দামে আগামীতে বিদ্যুৎ পাওয়া যাবে।
নসরুল হামিদ বলেন, এরই মধ্যে ভারত থেকে ৬০ মেগাওয়াট বিদুৎ আনা হয়েছে। সামনে আরো দুই হাজার মেগাওয়াট আনা হবে এবং তা দুই বছরের মধ্যেই হবে। এ বিদ্যুতে দাম নির্ধারণ হবে দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমে।
মন্ত্রী বলেন, যেখানে বিদ্যুৎ পৌঁছানো যাচ্ছে না সেখানে সোলার দেওয়া শুরু হয়েছে। পাশাপাশি মিনি গ্রিডের মাধ্যমে বিদ্যুৎ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে ২০১৮ সালের মধ্যে একশ ভাগ বিদ্যুৎ নিশ্চিত করা। যাতে করে কোনো মানুষই বিদ্যুতের আওতার বাইরে না থাকে।
সরকারের সাসটেইনেবল অ্যান্ড রিনিউয়েবল অ্যানার্জি ডেভেলপমেন্ট অথরিটির (স্রেডা) চেয়ারম্যান হেলাল উদ্দিন, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক রাহাত আনোয়ার, বাংলাদেশে জার্মান দূতাবাসের ডেপুটি হেড অব মিশন মাইকেল শুলথেই অনুষ্ঠানে বক্তব্য দেন।