অগ্নিদগ্ধ হয়ে মারুফ কামালের স্ত্রীর মৃত্যু
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খানের স্ত্রী তানিয়া খান (৪০) অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। গত শুক্রবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় রাজধানীর আদাবর থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
ঢামেক হাসপাতাল বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. পার্থ সংকর পাল জানান, গত ১৩ এপ্রিল দিবাগত রাতে তানিয়া খানকে হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তানিয়া খানের শরীর ৭৫ শতাংশ পুড়ে গিয়েছিল।
ঢামেক হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান সোহেল মাহমুদ বলেন, গত শনিবার দগ্ধ তানিয়ার ময়নাতদন্ত শেষ করা হয়। পরে পুলিশের উপস্থিতিতে তাঁর স্বজনদের কাছে লাশটি হস্তান্তর করা হয়েছে।
পরিবারের বরাত দিয়ে আদাবর থানার উপপরিদর্শক (এসআই) দুরুল হুদা বলেন, গত ১২ এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে আদাবরে অবস্থিত হক ভিলায় নিজ বাসায় রান্না করতে গিয়ে দগ্ধ হন তানিয়া খান। প্রথমে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থা গুরুতর দেখে তাঁকে ১৩ এপ্রিল ঢামেকের বার্ন ইউনিটে নেওয়া হয়।
দুরুল হুদা জানান, সেখানে চিকিৎসাধীন অবস্থায় তানিয়া খানের মৃত্যু হয়। তবে ময়নাতদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না তিনি কীভাবে মারা গেছেন। এ ঘটনায় গত শুক্রবার রাতে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।