পিছিয়ে পড়াদের সহায়তা দিতে যত্নশীল হতে হবে : বিচারপতি
পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে আইনগত সহায়তা দিতে আইনজীবী ও গণমাধ্যমকে আরো যত্নশীল হওয়ার পরামর্শ দিয়েছেন সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিম।
আজ মঙ্গলবার সকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানে বিচারপতি এ পরামর্শ দেন।
এ সময় সংবাদকর্মীরা সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির করণীয় বিভিন্ন দিক তুলে ধরেন। পরামর্শ দেন কমিটির কর্মপরিধি বৃদ্ধির।
এ সময় কমিটির চেয়ারম্যান বলেন, গণমাধ্যমের বদৌলতে উচ্চ আদালত বিচার বিভাগের নানা অসংগতি সম্পর্কে জানতে পেরে ভিকটিমদের আইনি সহায়তা দিয়েছেন। সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটি ২০১৫ সাল থেকে এ পর্যন্ত অসহায় মানুষের ২৯৮টি মামলা নিষ্পত্তি করেছে।