তাবুকে সরাইল প্রবাসীদের মিলনমেলা
সৌদি আরবের তাবুকে প্রবাসীদের মিলনমেলা করেছে সরাইল উপজেলা তাবুক প্রবাসী। সম্প্রতি তাবুকের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত মিলনমেলায় কোরআন তিলাওয়াত ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক আনোয়ার হোসেন। বাহাউদ্দিন ও কামাল খন্দকারের যৌথ পরিচালনায় মিলনমেলায় প্রধান উদ্যোক্তা ছিলেন জহিরুল ইসলাম, ছাদেক আবদুল আহাদ, রফিকুল ইসলাম ও মীর আবুল কালাম।
সভায় বক্তারা বলেন, সরাইল উপজেলার প্রবাসীদের সুখ-দুঃখে পাশে থাকতে এই সংগঠনের আত্মপ্রকাশ। অনেকদিন থেকেই সরাইল উপজেলের প্রবাসীরা সৌদি আরবে বিভিন্ন পেশায় সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছেন এবং বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃত্ব দিয়ে আসছেন।
বক্তারা আশা প্রকাশ করেন, সম্পূর্ণ অরাজনৈতিকভাবে, স্বচ্ছ সাংগঠনিক কাঠামোর মধ্য দিয়ে সৌদি আরবস্থ তাবুক সরাইল উপজেলার প্রবাসীরা এই প্ল্যাটফর্মে একত্রিত হবেন। একে অন্যের দুঃখ-কষ্টে পাশে দাঁড়াবেন এবং নিজেদের মধ্যে সচেতনতা তৈরিতে অগ্রণী ভূমিকা রাখবেন। মিলনমেলায় উপজেলার বিভিন্ন এলাকার প্রবাসীরা উপস্থিত ছিলেন।
শেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মোনাজাত করা হয়।