রাষ্ট্র ব্যর্থ, সমাজ ব্যর্থ, আমরা ব্যর্থ : কাদের সিদ্দিকী
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ‘আজ রাষ্ট্র ব্যর্থ, সমাজ ব্যর্থ, সমাজপতিরা ব্যর্থ, আমরাও ব্যর্থ। ছেলে ভরণ-পোষণ দেয় না বাবা-মাকে, সেই বাবা-মাকে ছেলের বিরুদ্ধে আদালতে মামলা করতে হয়, এটা আমার নতুন অভিজ্ঞতা। বিষয়টি আমাকে আলোড়িত করেছে, তাই আমি ছুটে এসেছি।’
আজ বৃহস্পতিতবার ৩টার দিকে ফরিদপুরের মধুখালী উপজেলার ব্যাসদি গ্রামে ওই মা ও বাবাকে দেখতে গিয়ে কাদের সিদ্দিকী এসব কথা বলেন।
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বলেন, সামাজিক অবক্ষয় ঘটেছে, নৈতিক অবক্ষয় ঘটেছে। সামাজিক ব্যবস্থা ঠিক থাকলে এমন ঘটনা ঘটার কথা না। তিনি অসহায় মা জহুর বেগমের হাতে আর্থিক সহায়তা ও মিষ্টি তুলে দেন।
গত সোমবার ফরিদপুরের চার নম্বর আমলি আদালতে মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের ব্যাসদী গাজনা গ্রামের বাসিন্দা জহুরা বেগম ও তাঁর স্বামীর ভরণ-পোষণের দাবিতে ছেলের বিরুদ্ধে মামলা করেন মা জহুরা বেগম। ওই আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. সুমন হোসেন এ মামালাটি আমলে নিয়ে একমাত্র আসামি ওই বৃদ্ধ দম্পতির ছেলে সেলিম সরদার ওরফে মধুর (৩৫) প্রতি সমন জারি করেছেন। ২০১৩ সালের বাবা-মার ভরণ-পোষণ আইনে এ মামলাটি দায়ের করা হয়। ফরিদপুরে এ আইনে দায়ের করা এটিই প্রথম মামলা।