মুমিনুলের দুর্দান্ত শতক
সীমিত ওভারের ক্রিকেটে বেশ কিছুদিন ধরেই তিনি অবহেলিত। মুমিনুল হক সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন ২০১৫ সালে অস্ট্রেলিয়া-নিউজল্যান্ড বিশ্বকাপে। আর সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন দুই বছর হয়েছে। তাঁর নামের পাশে টেস্ট ক্রিকেটার শব্দটি যোগ হয়ে গেলেও, সীমিত ওভারের ক্রিকেটে তিনি এখনো যে ভালো কিছু করার ক্ষমতা রাখেন সেটা আরো একবার প্রমাণিত হয়েছে।
আজ বুধবার ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে দুর্দন্ত একটি ঝড়ো ইনিংস খেলেছেন মুমিনুল। তাঁর অসাধারণ শতকে প্রাইম দোলেশ্বরের বিপক্ষে ৩০৮ রানের বিশাল লক্ষ্য ছুড়ে দিয়েছে গাজী গ্রুপ।
আর তাতে মুমিনুল খেলেছেন ১২০ বলে ১৫২ রানের অসাধারণ একটি ইনিংস। ১৬টি চার ও ৬টি ছক্কার মার ছিল তাঁর এই ইনিংসে। আর এই ইনিংসটি খেলে তিনি বুঝিয়ে দিয়েছেন সুযোগ পেলে সীমিত ওভারের ক্রিকেটে এখনো ভালো কিছু করার ক্ষমতা রাখেন।
মুমিনুলের দিনে জ্বলে উঠেছেন নাসির হোসেনও। এবারের প্রিমিয়ার লিগে ধারাবাহিকভাবে ভালো খেলা গাজী গ্রুপের অধিনায়ক নাসির ৬৪ রান করেছেন ৭৬ বল খরচায়। আরাফাত সানিকে সুইপ করতে গিয়ে এলবিডাব্লিউ হয়েছেন জাতীয় দলের এই অলরাউন্ডার।
গত কদিনের ঝড়-বৃষ্টিতে বিকেএসপির উইকেট ও মাঠ তৈরি না হওয়ায় রপগঞ্জ ও কলাবাগানের ম্যাচ শুরু হয়েছে চার ঘণ্টা দেরিতে দুপুর ১টায়। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৫২ রান তুলতেই ছয় উইকেট হারিয়ে বসে কলাবাগান।