কন্যার সঙ্গে শহিদের ছবি ভাইরাল
যদি প্রশ্ন করা হয়, বলিউডের নায়কদের মধ্যে সবচেয়ে কিউট বাচ্চাটি কার? বেশিরভাগ মানুষই উত্তর দেবেন, শাহরুখপুত্র আব্রাম। তবে শহিদ কাপুরের কন্যা মিশাও কম যায় না। শহিদ কাপুরের পোস্ট করা ছবিটি দেখলে আপনি উত্তর দেওয়ার আগে দ্বিতীয়বার ভেবে নেবেন।
টাইমস অব ইন্ডিয়ার এক খবরে জানা যায়, শহিদ নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ছোট এই রাজকুমারীর একটি ছবি পোস্ট করেন। ছবিতে দেখা যায়, শহিদ কাপুর কন্যাকে আদর করছেন। পিতা ও কন্যা দুজনই পানিসহ একটি বেবি পুলের মধ্যে বসে আছেন। ছবির ক্যাপশনে শহিদ কাপুর লিখেছেন, ‘পুল টাইম উইথ মিশি #বেস্ট টাইমস’, অর্থাৎ মিশির (মিশা) সঙ্গে পুলে সময় কাটানো, আমার কাটানো সেরা সময়।
এমনিতে শহিদ কাপুর সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে বেশ সক্রিয় থাকেন। ভক্তদের সঙ্গে নিজের জীবনের বিভিন্ন মুহূর্ত শেয়ার করেন এই তারকা। তবে নিজের কন্যার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার দিতে খুব বেশি দেখা যায়নি তাঁকে। তাই ভক্তরা যে এই ছবি থেকে চোখ ফেরাতে পারবেন না, তা নিয়ে বাজি ধরাই যায়। ছবিটি প্রকাশের পরপরই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগের মাধ্যমে।
বর্তমানে শহিদ কাপুরের হাতে রয়েছে একটি চলচ্চিত্র। আর সেটি হচ্ছে নানা বিতর্কে জর্জরিত রানী পদ্মাবতীর জীবনীনির্ভর ঐতিহাসিক চলচ্চিত্র ‘পদ্মাবতী’। যদিও এই ছবি-সংক্রান্ত কোনো বিতর্কেই এখন পর্যন্ত নিজের মুখ খোলেননি শহিদ। ছবিতে রানী পদ্মিনীর স্বামী রাওয়াল রতন সিংয়ের ভূমিকায় দেখা যাবে শহিদ কাপুরকে। এ বছরের ১৭ নভেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির।