সহযোগিতা চেয়ে সরকারকে মান্নানের চিঠি
মেয়র পদে দায়িত্ব পালনে সরকারের সহযোগিতা চেয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অধ্যাপক এম এ মান্নান। এ ব্যাপারে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়কে চিঠি দিয়েছেন তিনি।
গত বুধবার ওই মন্ত্রণালয়ের সচিবের কার্যালয়ে চিঠিটি জমা দেওয়া হয়।
এ ব্যাপারে মেয়র অধ্যাপক এম এ মান্নান বলেন, ‘আদালতের নির্দেশে সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত হওয়ায় মেয়রের দায়িত্ব ফিরে পেতে এখন কোনো বাধা নেই। তারপরও নির্বাচিত মেয়র হিসেবে দায়িত্ব পালনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সহযোগিতা চেয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবকে চিঠি দেওয়া হয়েছে।’
আগামী সপ্তাহে মেয়রের দায়িত্ব গ্রহণ করতে পারেন বলে জানিয়েছেন এম এ মান্নান। তবে ওই চিঠির কোনো উত্তর এখনো পাননি তিনি।
মেয়র মান্নানের আইনজীবী গাজীপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. মঞ্জুর মোরশেদ প্রিন্স বলেন, ‘কারাগারে থাকা অবস্থায় গত বছরের এপ্রিল মাসে নাশকতার একটি মামলায় মেয়র মান্নানকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। আদালত অভিযোগপত্রটি গ্রহণ করায় গত বছরের ১৮ এপ্রিল স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব সরোজ কুমার নাথ স্বাক্ষরিত চিঠিতে মেয়র মান্নানকে সাময়িক বরখাস্ত করা হয়। উচ্চ আদালত থেকে সব মামলায় জামিন পেয়ে চলতি বছরের ৬ জানুয়ারি মেয়র এম এ মান্নান কারামুক্ত হন।
পরে মেয়র মান্নান সাময়িক বরখাস্তের আদেশ বাতিল চেয়ে উচ্চ আদালতে রিট আবেদন করেন। শুনানি শেষে গত ১৩ এপ্রিল বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের বেঞ্চ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাময়িক বরখাস্তের আদেশ ছয় মাসের জন্য স্থগিত করেন। একই সঙ্গে ওই আদেশ কেন বেআইনি ঘোষণা করা হবে না, জানতে চেয়ে রুল জারি এবং চার সপ্তাহের মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে আদেশ দেন।
রাষ্ট্রপক্ষ উচ্চ আদালতের ওই আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করে। আপিল আবেদন যথাযথ নিয়ম অনুযায়ী না হওয়ায় চেম্বার জজ আদালত গত ১৭ এপ্রিল লিভ টু আপিল ফেরত দিয়ে এক সপ্তাহের মধ্যে নতুন করে আবেদন করার নির্দেশ দেন।
গত ২৫ এপ্রিল ছিল নতুন করে আপিল আবেদন করার শেষ দিন। শেষ দিনেও আবেদন না করায় মেয়র মান্নানের বরখাস্তে আগের দেওয়া স্থগিতাদেশ বহাল আছে। তাই তাঁর দায়িত্ব পালনেও কোনো বাধা নেই। এরপরও দায়িত্ব পালনে সহযোগিতা চেয়ে তিনি গতকাল স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবকে চিঠি দেন।
অধ্যাপক এম এ মান্নান ২০১৫ সালের ১১ ফেব্রুয়ারি গ্রেপ্তার হন। এরপর ওই বছরই ৮ মার্চ থেকে প্যানেল মেয়র আওয়ামী লীগ নেতা আসাদুর রহমান কিরণ গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।