দাউদ ইব্রাহিমের মৃত্যুর গুজব
মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের মৃত্যুর খবর চাউর হয়েছে ভারতের বিভিন্ন সংবাদ ও সামাজিক যোগাযোগের মাধ্যম। তাদের সঙ্গে সুর মিলিয়ে পাকিস্তানের কয়েকটি সংবাদমাধ্যমও। তবে দাউদের বিশ্বস্ত সহযোগী বলছেন, সবগুলো খবরই মিথ্যা।
গতকাল শুক্রবার সবার মুখে মুখে ঘুরছিল দাউদের মৃত্যুর খবর। তবে খবরটি স্রেফ গুজব বলে উড়িয়ে দিয়েছেন দাউদেরই ডান হাত ছোট শাকিল। পাকিস্তানের করাচি শহর থেকে করা একটি ফোন কলের মাধ্যমে সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে দাউদের মৃত্যুর খবর নাকচ করেন তিনি।
ফোনে শাকিল বলেন, ‘আমার গলার স্বর শুনে আপনাদের কি মনে হচ্ছে এমন কিছু ঘটেছে? এগুলো সবই গুজব।’
এর আগে পাকিস্তানের কয়েকটি সংবাদমাধ্যমে বলা হয়, করাচির আগা খান হাসপাতালে ভর্তি আছেন দাউদ। বেশ কয়েকটি শারীরিক সমস্যায় ভুগছেন তিনি। এরই মধ্যে আবার হার্ট অ্যাটাক হয় তাঁর। এতে দাউদের শারীরিক অবস্থার আরো অবনতি হয়।