সংবিধান সংশোধনী জনবিরোধী হলে বাতিল করবেন সুপ্রিম কোর্ট
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহা বলেছেন, জনগণের অধিকার ক্ষুণ্ণ করে সংবিধানে এমন সংশোধন করা হলে তা বাতিল করে দেবেন সুপ্রিম কোর্ট।
আজ রোববার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ভূমি আইন ও ব্যবস্থাপনা বিভাগের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে দেওয়া বক্তব্যে একথা বলেন প্রধান বিচারপতি।
বক্তব্যে প্রধান বিচারপতি বলেন, ‘আপনারা তিন-চতুর্থাংশ বা একেবারে হান্ড্রেড পার্সেন্ট যদি সবাই মিলে সারা সংবিধানটাকে যদি স্ক্র্যাপ করতে পারেন। কিন্তু সুপ্রিম কোর্ট যদি দেখে তার মূল ভিত্তি নষ্ট হয়ে গেছে, আইনের শাসনের প্রতি আঘাত আসছে, ইনডিপেনডেন্স অব জুডিশিয়ারিতে আঘাত আসছে। জনগণের ফান্ডামেন্টাল রাইটস যেসব অধিকার রয়েছে, তাহলে আমরা বলব, ততটুকু বেআইনি বলে দেব।’
এস কে সিনহা আরো বলেন, দেশের অনেক আইন এখনো গণতান্ত্রিক হয়ে উঠতে পারেনি। তাই এগুলো দ্রুত যুগোপযোগী করার তাগিদও দেন তিনি।