গরু নয়, মহিষের মাংস খেয়েছিলাম : কাজল
গরুর মাংস খাওয়ার একটি ভিডিও নিয়ে বিতর্কের মুখে পড়েছেন ভারতের চলচ্চিত্র অভিনেত্রী কাজল। কাজলের বন্ধুর পোস্ট করা ওই ভিডিওতে বলা হয়েছে, গরুর মাংস খেয়েছেন কাজল।
এই ঘটনার সূত্রপাত ফেসবুক এবং ইনস্টাগ্রামে পোস্ট করা কাজলের একটি ভিডিওকে ঘিরে। ভিডিওতে কাজল এক বন্ধুর বাসায় খাবার খাচ্ছিলেন।
সেখানে তিনি টেবিলে সাজানো একটি খাবার সম্পর্কে বলছিলেন। কাজল ওই আইটেমের নাম বলেছিলেন, ‘বিফ পিপার উইদ ড্রাই লেন্টিলস’। যা প্রকারান্তরে গরুর মাংসই বোঝায়।
এই ভিডিওটি প্রকাশ পাওয়ার পর সারা ভারতে কাজলের বিরুদ্ধে সমালোচনা শুরু হয়।
ওই ঘটনার পরিপ্রেক্ষিতে এ বিষয়ে টুইটারে এক আনুষ্ঠানিক বিবৃতি দেন। সেখানে কাজলের দাবি, অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওটি মজা করে তৈরি করা হয়েছিল। আর সেখানে কোনো গরুর মাংস ছিল না। সেটি ছিল মহিষের মাংস। যেটির ওপর আইনি কোনো নিষেধাজ্ঞা নেই।
৪২ বছর বয়সী এ অভিনেত্রী টুইটারে এক বিবৃতিতে বলেন, তিনি কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে চাননি। নেতিবাচক মন্তব্যের শিকার হওয়ায় ফেসবুক ও ইনস্ট্রাগ্রাম অ্যাকাউন্ট থেকে তিনি ভিডিওটি সরিয়ে ফেলেন।
এরপর কাজল আরো লেখেন, বিষয়টি সংবেদনশীল তাই আমি বিষয়টি ব্যাখ্যা দিচ্ছি। যা ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে। যা আমার উদ্দেশ্য ছিল না।
ভারতে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর কয়েকটি রাজ্যে গরুর মাংস খাওয়া নিষেধ। তবে, দেশটিতে এ নিয়ে বিতর্ক রয়েছে।