সানি লিওনের সঙ্গে জুটি বাঁধছেন শেবাগ!
না, চলচ্চিত্রের কোনো দৃশ্যে অভিনয় করছেন না তাঁরা। খেলার মাঠেও জুটি বেঁধে নামছেন না। বলিউড হার্টথ্রব অভিনেত্রী সানি লিওনের সঙ্গে জুটি বেঁধে ধারাভাষ্য দেবেন একসময়ের হার্ডহিটার ব্যাটসম্যান বীরেন্দর শেবাগ।
সম্প্রতি সানি লিওন টুইটারে এ কথা জানিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, ‘ইন্ডিয়ার হয়ে মশালা ধারাভাষ্যের জন্য একজন কিংবদন্তি ক্রিকেটারকে পার্টনার হিসেবে পেতে চলেছি। কোনো পরামর্শ?’
সানির টুইটের পরেই বীরেন্দর সেবাগ জানিয়ে দেন, তিনিই সেই কিংবদন্তি। শেবাগ আবার টুইট করেন, ‘সানির সঙ্গে ধারাভাষ্য বেশ মজার হবে বলে মনে হচ্ছে। ফানি উইথ সানি। আমি তৈরি। আপনিও তৈরি হয়ে যান। ধামাকা হয়ে যাক।’
ধারাভাষ্য বক্সে এর আগেও শেবাগ তাঁর প্রখ্যাত উইট দিয়ে মাতিয়ে রেখেছিলেন দর্শকদের। সানি লিওনের সঙ্গে জুটি বেঁধে দর্শকদের কেমন মনোরঞ্জন করেন তিনি, সেটাই এখন দেখার।