দুই ছাত্রীকে ধর্ষণ মামলা ভিকটিম সাপোর্ট সেন্টারে
বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণের মামলার তদন্তভার পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারকে দেওয়া হয়েছে। গত শনিবার রাজধানীর বনানী থানায় দায়ের করা ওই মামলার তদন্তভার ওই থানার কাছেই ছিল।
আজ মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের আদেশে মামলার তদন্তভার বনানী থানা থেকে ভিকটিম সাপোর্ট সেন্টারে স্থানান্তর করা হয়। ডিএমপির সহকারী কমিশনার (গণমাধ্যম) সুমন কান্তি চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
ওই দুই ছাত্রীর অভিযোগ, গত ২৮ মার্চ রাজধানীর বনানীর রেইনট্রি হোটেলে জন্মদিনের দাওয়াতে গিয়ে উভয়ে ধর্ষণের শিকার হন।
গত শনিবার দায়ের করা মামলায় প্রধান আসামি করা হয়েছে আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদকে। এ ছাড়া মামলায় আরো চারজনকে আসামি করা হয়। অন্য আসামিরা হলেন নাঈম আশরাফ, সাদমান সাকিফ ও বিল্লাল। অন্যজনের নাম উল্লেখ করা হয়নি। আসামিরা এখনো গ্রেপ্তার হয়নি।
গত রোববার ওই দুই ছাত্রীকে তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে আনা হয়। বিভাগের প্রধান সোহেল মাহমুদ জানান, দুই ছাত্রীর মাইক্রোবায়োলজি, রেডিওলজি ও ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে।