বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচের একটি টিকেটও নেই
সময় যত ঘনিয়ে আসছে, চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে মানুষের আগ্রহ ততই বাড়ছে। আগামী ১ জুন বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ দিয়ে আসরটি মাঠে গড়াবে। উদ্বোধনী ম্যাচ বলে কথা, তাই এই ম্যাচটি ঘিরে দর্শকদের আগ্রহ সবচেয়ে বেশি। তাই এই ম্যাচের সব টিকেট বিক্রি শেষ হয়ে গেছে।
আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশ-ইংল্যান্ড, ভারত-পাকিস্তান, ভারত-শ্রীলঙ্কা, ভারত-দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ও ফাইনাল ম্যাচের সবকটি টিকেট বিক্রি হয়ে গেছে।
ওভালে হবে বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ। এই স্টেডিয়ামের ধারণক্ষমতা প্রায় ২৪ হাজার। কিন্তু এই ম্যাচের একটি টিকেটও বাকি নেই।
২০১৫ সালে নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া বিশ্বকাপে এই ইংল্যান্ডকে হারিয়েই বাংলাদেশ উঠেছিল কোয়ার্টার ফাইনালে। গত বছর অক্টোবরে ঘরের মাঠে এই ইংল্যান্ডের টেস্ট ও ওয়ানডেতে দারুণ খেলেছিল মাশরাফি-মুশফিকরা।
এবারের চ্যাম্পিয়নস ট্রফি হচ্ছে তিনটি ভেন্যুতে—লন্ডনের ওভাল, ওয়েলসের কার্ডিফ ও বার্মিংহামের এজবাস্টনে। ফাইনাল হবে ১৮ জুন, ওভালে।
চ্যাম্পিয়নস ট্রফির সূচি
গ্রুপ পর্ব
১ জুন বাংলাদেশ-ইংল্যান্ড (কেনিংটন ওভাল)
৫ জুন বাংলাদেশ-অস্ট্রেলিয়া (কেনিংটন ওভাল)
৯ জুন বাংলাদেশ-নিউজিল্যান্ড (কার্ডিফ)