ক্রিকেটার আরাফাত সানির জামিন ৭ জুন পর্যন্ত বৃদ্ধি
নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলায় ক্রিকেটার আরাফাত সানির জামিনের মেয়াদ আগামী ৭ জুন পর্যন্ত বর্ধিত করেছেন আদালত। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক জাহিদুল কবির এ আদেশ দেন।
সানির আইনজীবী এম জুয়েল আহম্মেদ এনটিভি অনলাইনকে জানান, আজ নারী ও শিশু নির্যাতনের মামলায় আরাফাত সানি জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করেন। বাদীপক্ষ আদালতে আপত্তি জানালে বিচারক তা নাকচ করে করলে ৭ জুন পর্যন্ত জামিন বর্ধিত করেন।
সরকারপক্ষের কৌঁসুলি তাপস কুমার পালও বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন।
গত ১৫ মার্চ বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল সানিকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় জামিন দেন। এ ছাড়া নারী নির্যাতন মামলায় ৯ মার্চ ঢাকার মহানগর দায়রা জজ আদালতে সানির এক মাসের জামিন মঞ্জুর করা হয়।
চলতি বছরের ২২ জানুয়ারি ঢাকার আমিনবাজার এলাকা থেকে সানিকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় অভিযোগ আনা হয়। এ মামলায় একদিনের রিমান্ড ভোগ করেন তিনি।