পরিচালনায় কঙ্গনা
কঙ্গনা রানাউত মানেই নিত্যনতুন চমক। কয়েক বছর ধরেই পেশাদারি জীবন ও ব্যক্তিগত জীবনের চাঞ্চল্যকর তথ্য দিয়ে গণমাধ্যমে আলোচনায় ছিলেন ‘রেঙ্গুন’খ্যাত এই তারকা। এবার পরিচালনায় নাম লিখিয়ে আবারও আলোচনায় এলেন কঙ্গনা।
ডিএনএ ইন্ডিয়ার খবরে জানা যায়, বর্তমানে কঙ্গনার হাতে রয়েছে একটি ছবি। সেই ছবির কাজ শেষ করেই নতুন ছবি পরিচালনায় হাত দেবেন কঙ্গনা। পরিচালনার পাশাপাশি একটি ভিন্নধর্মী চরিত্রেও অভিনয় করবেন তিনি। নিজের প্রথম পরিচালনায় ৮০ বছর বয়সী একজন বৃদ্ধার চরিত্রে অভিনয় করছেন কঙ্গনা। চরিত্র সম্পর্কে তিনি জানান, ‘গোটা জীবন ধরেই সে একজন উষ্ণ ও প্রাণচঞ্চল নারী। যে কখনো নিজেকে বৃদ্ধ মনে করে না।’
কঙ্গনা পরিচালিত ছবিটির নাম ঠিক করা হয়েছে ‘তেজু’। ছবিটি এ বছরের ডিসেম্বরে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর। কঙ্গনা জানান, মরণশীলতার মতো বিষয়কে ছুঁয়ে যাবে ছবিটি, তবে মরণশীলতার মতো বিষয়কে এটি বিষণ্ণভাবে উপস্থাপন করবে না। কঙ্গনা বলেন, ‘এমন প্রশ্ন এখানে আনা হবে, যেগুলো আমরা প্রতিনিয়ত একে অপরকে জিজ্ঞেস করতে থাকি। সূর্যরশ্মির মতো দীপ্তিমান তেজুর ব্যক্তিত্ব দিয়ে আমরা তাদের দুশ্চিন্তামুক্ত করব।’ ছবিটির স্ক্রিপ্ট লেখার কাজও করেছেন এই অভিনেত্রী। ছবিটি প্রযোজনা করছে মনিকর্নিকা ফিল্মস।
শুরুতেই যেমনটা বলা হলো, আলোচনা পিছু ছাড়ে না কঙ্গনার। সেটি হলো রানী লক্ষ্মীবাঈয়ের জীবনীনির্ভর ছবি চুরির অভিযোগে কঙ্গনাকে নোটিশ পাঠিয়েছেন পরিচালক কেতন মেহতা। এর কারণ, কঙ্গনা এ মুহূর্তে ঝাঁসির রানী লক্ষ্মীবাঈয়ের জীবনীনির্ভর ছবি ‘মনিকর্নিকা’য় অভিনয় করছেন। মেহতার দাবি, ২০১৫ সালে ঝাঁসির রানীকে নিয়ে ছবি করার কথা তিনিই কঙ্গনাকে বলেছিলেন। কেতন আরো দাবি করেন, প্রযোজক কামাল জৈনের সহযোগিতায় কঙ্গনা ছবিটি তাঁর কাছ থেকে কেড়ে নিয়েছেন।
বিষয়টি নিয়ে মুখ খুলেছেন কঙ্গনা। তিনি জানান, ‘আমাদের আইনজীবী একটি অন্তর্বর্তীকালীন জবাব এরই মধ্যে মেহেতার আইনজীবীর কাছে পাঠিয়ে দিয়েছেন। মেহতার সঙ্গে কোনো ধরনের চুক্তিপত্র স্বাক্ষর করা হয়নি।’ মূলত ঝাঁসির রানী লক্ষ্মীবাঈয়ের জীবনকাহিনীর ওপর ভিত্তি করে নির্মাণ করা হবে চলচ্চিত্রটি। ‘মনিকর্নিকা’ ছবিটির কাহিনী লিখেছেন কে ভি ভিজেন্দ্র প্রসাদ।