ওয়ানডে ইতিহাসে সেরা র্যাংকিংয়ে বাংলাদেশ
স্নায়ুক্ষয়ী ম্যাচে শেষ পর্যন্ত বাংলাদেশই জিতেছে। ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে ফেভারিট নিউজিল্যান্ডকে পাঁচ উইকেটে সহজেই হারিয়েছে বাংলাদেশ। এই ম্যাচ জিতে দারুণ একটি ইতিহাস গড়েছে লাল-সবুজের দল। আইসিসির ওয়ানডে র্যাংকিংয়ে প্রথমবারের মতো ছয়ে উঠে গেছে বাংলাদেশ।
এই সাফল্যে ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলা প্রায় নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। এই ম্যাচটি খেলতে নামার আগে ৯১ রেটিং পয়েন্ট নিয়ে র্যাংকিংয়ে সাতে ছিল বাংলাদেশের অবস্থান। এই জয়ের সুবাদে রেটিং পয়েন্ট বেড়ে এখন হয়েছে ৯৩। তাই র্যাংকিংয়েও উন্নতি হয়েছে।
শ্রীলঙ্কারও পয়েন্টও সমান। কিন্তু রেটিং পয়েন্টের ভগ্নাংশের ব্যবধানে পিছিয়ে সাত নম্বরে চলে গেছে ১৯৯৬ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা।
আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আইসিসির ওয়ানডে র্যাংকিংয়ে সেরা আটের মধ্যে থাকলেই ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের।
অবশ্য আাইসিসির ওয়েবসাইটে র্যাংকিংয়ের এখনো হালনাগাদ হয়নি। খুব শিগগিরই এর পরিবর্তন হবে।
এদিনের ম্যাচে নিউজিল্যান্ডের ছুড়ে দেওয়া ২৭০ রানের জবাবে বাংলাদেশকে জয়ের লক্ষ্যে পৌঁছাতে খুব একটা বেগ পেতে হয়নি। পাঁচ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে তারা।
ষষ্ঠ উইকেট জুটিতে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ ৭২ রানের দারুণ জুটি গড়ে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। মুশফিক ৪৫ ও মাহমুদউল্লাহ ৪৬ রানের দারুণ দুটি ইনিংস খেলে দলের জয়টাকে একরকম সহজ করে দেন।
এর আগে তামিম ইকবাল ও সাব্বির রহমান দুজনে দারুণ দুটি হাফ সেঞ্চুরি করে দলের জয়ের ভীত গড়ে দেন। দুজনেই ৬৫ রান করে নেন ঝুলিতে।