সুপ্রিম কোর্টেই প্রতিস্থাপন হচ্ছে ভাস্কর্য
সুপ্রিম কোর্টের সামনে ন্যায়বিচারের প্রতীক হিসেবে স্থাপনের পর অপসারিত ভাস্কর্যটি প্রতিস্থাপনের কাজ চলছে। সর্বোচ্চ আদালতের অ্যানেক্স ভবনের সামনে আজ শনিবার দিবাগত রাতের মধ্যেই প্রতিস্থাপন করা হবে ভাস্কর্যটি।
আজ রাতে ভাস্কর মৃণাল হক এনটিভি অনলাইনকে বিষয়টি জানিয়েছেন।
এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে ভাস্কর্যটি অপসারণ করা হয়। এ নিয়ে বিভিন্ন সংগঠনের প্রতিবাদ ও নানা আলোচনা, সমালোচনার মধ্যেই এটি প্রতিস্থাপনের কাজ শুরু হয়েছে।
ভাস্কর্য প্রতিস্থাপনের বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে মৃণাল হক বলেন, ‘এখানে বসানো যে কথা, জঙ্গলে বসানো একই কথা। এটার কোনো রিটার্ন নাই। এই ভাস্কর্যটির উপযুক্ত জায়গা ছিল সুপ্রিম কোর্টের সামনেই।’