দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন প্রিয়াঙ্কা
অনেক দিন ধরেই দেশের বাইরে ধারাবাহিকে কাজ করছেন, সম্প্রতি করেছেন হলিউডের ছবি। বলছি প্রিয়াঙ্কার কথা। সাফল্যের সঙ্গে তিনি অভিনয় করেছেন জনপ্রিয় মার্কিন ধারাবাহিক ‘কোয়ান্টিকো’তে। ‘বেওয়াচ’ ছবির মাধ্যমে হলিউডেও অভিষেক ঘটতে চলেছে তাঁর। প্রিয়াঙ্কার এসব সাফল্যের মুকুটে যুক্ত হতে যাচ্ছে নতুন পালক। এনডিটিভির খবরে প্রকাশ, আন্তর্জাতিক অঙ্গনে কাজের সুবাদে ভারতের সম্মানজনক দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হতে যাচ্ছেন ৩৪ বছর বয়সী এই অভিনেত্রী।
‘বরফি’ খ্যাত এই অভিনেত্রী আন্তর্জাতিক আইকন হিসেবে দাদাসাহেব ফালকে পুরস্কার পেতে যাচ্ছেন। যদিও যুক্তরাষ্ট্রে চলতি মাসের ২৬ তারিখে মুক্তি পাওয়া প্রিয়াঙ্কার প্রথম চলচ্চিত্র ‘বেওয়াচ’ বক্স-অফিসে অতটা সাড়া জাগাতে পারেনি। তবে তাতে করে প্রিয়াঙ্কার জনপ্রিয়তা এতটুকু কমেনি; বরং ‘কোয়ান্টিকো’ ধারাবাহিকের মাধ্যমে পশ্চিমে প্রিয়াঙ্কা এখন পরিচিত মুখ। এফবিআই এজেন্ট অ্যালেক্স প্যারিসের চরিত্রে অভিনয় করার সুবাদে এরই মধ্যে দুটি পিপলস চয়েস অ্যাওয়ার্ড জিতেছেন এই অভিনেত্রী।
জাতীয় ও আন্তর্জাতিকভাবে অভিনয়ের স্বীকৃতি তিনি পেতে যাচ্ছেন ভারত থেকেই। দাদাসাহেব ফালকে একাডেমি এবং অ্যাওয়ার্ড কমিটির চেয়ারম্যান গণেশ জৈন বলেন, ‘প্রিয়াঙ্কা কঠিন ও আন্তরিক প্রচেষ্টার দ্বারা আন্তর্জাতিক মাধ্যমে প্রশংসার সঙ্গে কাজ করছেন। তিনি ভারতকে আন্তর্জাতিক পরিমণ্ডলে উপস্থাপন করছেন এবং তাঁর কাজ দিয়ে প্রত্যেক ভারতীয়কে গর্বিত করেছেন। আর এটাই আমাদের বাধ্য করেছে পুরস্কারের নতুন একটি বিভাগ তৈরি করতে।’ এই কমিটিতে আরো রয়েছেন কৌতুক অভিনেতা জনি লিভার ও মিঠুন চক্রবর্তী।
প্রিয়াঙ্কা বর্তমানে জার্মানির বার্লিনে রয়েছেন। ভক্তদের উদ্দেশে সামাজিক যোগাযোগের মাধ্যমে এরই মধ্যে সেলফি তুলে দিয়েছেন এই তারকা। এই মাসের শুরুতে ‘ডন’ খ্যাত এই তারকা প্রথমবারের মতো মেট গালা ২০১৭-এর লালগালিচায় হাঁটার গৌরব অর্জন করেছেন। এরই মধ্যে গোল্ডেন গ্লোব, অস্কার ও অ্যামিসের মতো চলচ্চিত্র-সংশ্লিষ্ট উৎসবে অংশ নিয়েছেন প্রিয়াঙ্কা।
বলিউডে প্রিয়াঙ্কাকে শেষ দেখা গিয়েছিল প্রকাশ ঝা’র ‘জয় গঙ্গাজল’ ছবিতে। ছবিটি প্রযোজনায় করেছিলেন প্রকাশ ঝা নিজেই। এরপর হলিউডের ব্যস্ততায় আর বলিউডমুখো হননি প্রিয়াঙ্কা। তবে ভারতীয় নভোচারী কল্পনা চাওলার বায়োপিক নিয়ে আবার বলিউডে ফিরছেন এই অভিনেত্রী।