একাদশে নেই মিরাজ, ফিরলেন ইমরুল
অবশেষে শুরু হয়েছে চ্যাম্পিয়নস ট্রফির আসর। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় ইংলিশদের বিপক্ষে মাঠে নামছে টাইগাররা। টুর্নামেন্ট শুরুর দিন টসভাগ্য বাংলাদেশের পক্ষে যায়নি। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মরগান। বাংলাদেশ দলের মূল একাদশে একটি পরিবর্তন এসেছে। মেহেদী হাসান মিরাজের বদলে দলে ঢুকলেন ইমরুল কায়েস।
তিন পেসার নিয়েই ইংলিশদের বিপক্ষে নামছে মাশরাফির দল। যার অর্থ হচ্ছে, আজকের ম্যাচেও ডাগআউটে থাকছেন পেসার তাসকিন আহমেদ।
পরিবর্তন এসেছে ইংল্যান্ড দলেও। আদিল রশিদের বদলে পেসার জ্যাক বলকে দলে নেওয়া হয়েছে। ফিট রয়েছেন অলরাউন্ডার বেন স্টোকস। খেলছেন তিনি। শুধু ব্যাটিং নয়, বলও করবেন এই অলরাউন্ডার।
গত বিশ্বকাপে ইংল্যান্ডকে হারানোর সুখস্মৃতি নিয়ে উদ্বোধনী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। ২০১৫ সালে অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ওভালে ইংল্যান্ডকে হারায় বাংলাদেশ। এরপর ২০১৬ সালে মিরপুরেও ইংলিশদের বিপক্ষে জয়ের স্মৃতি রয়েছে বাংলাদেশের।
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।
ইংল্যান্ড একাদশ : জেসন রয়, অ্যালেক্স হেলস, জো রুট,ইয়ন মরগান বেন স্টোকস, জস বাটলার মঈন আলি, ক্রিস উকস, লিয়াম প্লাঙ্কেট ও মার্ক উড ও জ্যাক বল।