বিএনপি ঢাকায় বসে ফটোসেশন করে : কাদের
দুর্নীতিতে যারা পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে, তাদের মুখে বাজেট নিয়ে দুর্নীতির কথা মানায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি ঢাকায় বসে ফটোসেশন করে। তারা জনগণের দুর্দিনে পাশে না দাঁড়িয়ে সরকারের সমালোচনায় ব্যস্ত হয়ে পড়েছে।
আজ শনিবার দুপুর ১২টার দিকে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে ঘূর্ণিঝড় ‘মোরা’য় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
মন্ত্রী বলেন, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত একজন মানুষও ঘরবাড়িহীন ও না খেয়ে থাকবে না, এটি প্রধানমন্ত্রীর নির্দেশ। তাই আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শীর্ষ নেতাদের নেতৃত্বে সাতটি প্রতিনিধিদল ভাগ হয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে।
নিজের বক্তব্যে আওয়ামী লীগের এই নেতা আরো বলেন, ‘বিপদে যারা জনগণের পাশে থাকে না তাদেরকে ভোট দেবেন না। যারা বিপদে পাশে থাকে…নির্বাচনে আপনারা তাদেরকেই ভোট দেবেন।…আজকে বিএনপি বলে যে বাজেট হয়েছে দুর্নীতির। আপনারা কি বিশ্বাস করেন? বিএনপি দুর্নীতিতে পরপর পাঁচবার বিশ্বচ্যাম্পিয়ন। তাঁদের মুখে দুর্নীতি হাস্যকর, আরব্য রজনীর উপন্যাসকেও হার মানায়।’
মাতারবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছমিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সংসদ সদস্য মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান, স্থানীয় সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক প্রমুখ। এ সময় ক্ষতিগ্রস্তদের মধ্যে টাকা ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
গত ১৯ মে ঘূর্ণিঝড় মোরায় ক্ষতিগ্রস্ত উপকূলবাসীকে ত্রাণসহায়তা দিতে প্রধানমন্ত্রীর পক্ষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে ২০ সদস্যের প্রতিনিধিদল তিনদিন ধরে কক্সবাজারে অবস্থান করছেন। এর আগে তাঁরা কক্সবাজার সদর, টেকনাফ, সেন্ট মার্টিন, শাহ পরীর দ্বীপ, কুতুবদিয়া, চকরিয়া ও পেকুয়ায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেন।