ইফতারের ১০ মিনিট আগে আজান, বিটিভির তিনজনের বিরুদ্ধে মামলা
ইফতারের ১০ মিনিট আগেই মাগরিবের আজান প্রচারের অভিযোগে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) চেয়ারম্যান-মহাপরিচালকসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন এক আইনজীবী।
আজ রোববার ঢাকা মহানগর হাকিম মো. আবু সাঈদের আদালতে ঢাকা বারের আইনজীবী এনামুল হক খান মামলাটি করেন। বিচারক বাদীর জবানবন্দি শুনে এ বিষয়ে পরে আদেশ দেবেন বলে জানান।
মামলায় বিটিভির চেয়ারম্যান ছাড়াও মহাপরিচালক ও এক সংবাদ উপস্থাপিকাকে আসামি করা হয়েছে।
মামলার আরজি সূত্রে জানা যায়, গত ৩ জুন ইফতারের আগ মুহূর্তে বাদী রোজাদার পরিবার-পরিজন নিয়ে ইফতারের আয়োজন করে মাগরিবের আজানের জন্য অপেক্ষা করতে থাকেন। এ সময় বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) ইফতারের পূর্ববর্তী ধর্মীয় অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছিল। বাদীসহ পরিবারের সবাই ইফতার করার জন্য অপেক্ষা করছিলেন। কিন্তু মাগরিবের সময়ের ১০ মিনিট আগে ৬টা ৩৫ মিনিটে বিটিভিতে আজান শুরু হলে বাদীসহ পরিবারের সবাই ইফতার করা শুরু করেন। তখন বাদী ঘড়ির দিকে তাকিয়ে হতবিহব্বল হয়ে পড়েন। নিজের ঘড়ি নষ্ট মনে করে অন্য ঘড়িতে দেখেন সময় একই দেখাচ্ছে।
পরবর্তী সময়ে বাদী এ ঘটনার পর আফসোসে ফেটে পড়েন এবং বিব্রতকর অবস্থায় পড়েন। এ ঘটনায় বাদী এ মামলা করেন।