‘ঠিক সময়েই ঘুরে দাঁড়াবে সাকিব’
বেশ কিছুদিন ধরেই কোনো লম্বা ইনিংস খেলতে পারছেন না সাকিব আল হাসান। বোলিংয়ে ভালো কোনো সাফল্য পাচ্ছেন না বিশ্বসেরা এই অলরাউন্ডার। বিশেষ করে চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে তাঁর ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো। বোলিংয়ে ৬২ রান দিয়ে কোনো উইকেট পাননি। আর ব্যাটহাতে মাত্র ১০ রান নিয়ে সাজঘরে ফিরে গেছেন তিনি। তাই সাকিবের ফর্ম নিয়ে সমালোচনাও শুরু হয়ে গেলেও, তাঁর পক্ষেই কথা বলেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তাঁর বিশ্বাস দ্রুতই ঘুরে দাঁড়াবেন সাকিব।
বিশ্বেসেরা অলরাউন্ডার বলে সাকিবের কাছে সবার প্রত্যাশাটা একটু বেশিই থাকে। এনটিভির বিশেষ আয়োজন ব্যাটেল অব চ্যাম্পিয়নসে সাকিব প্রসঙ্গ নান্নু বলেন, ‘সে এখন বিশ্বের এক নম্বর অলরাউন্ডার। তাঁর কাছে আমরা সবসমই সেরাটা চাই। কিন্তু ক্রিকেটে তা হয় না, কিছু কিছু সময় ফর্ম ওঠা-নামা করতেই পারে। ধারাবাহিকবভাবে ভালো খেলে যাওয়া খুব একটা সহজ নয়।’
প্রধান নির্বাচকের বিশ্বাস সাকিব দ্রুতই ফর্মে ফিরবেন। এ প্রসঙ্গ তিনি বলেন, ‘সাকিব কিন্তু ভালো খেলেই আসছে। মাঝখানে হয়তো কিছু সময় খারাপ গেছে। সে অভিজ্ঞ খেলোয়াড়, আশা করছি সে দ্রুতই ঘুরে দাঁড়াবে। তা ছাড়া তার ফর্মে ফেরাটা আমাদের জন্যও গুরুত্বপূর্ণ।’
এই কিছুদিন আগে শ্রীলঙ্কা সফরে ব্যাটহাতে দুটি হাফসেঞ্চুরি করেছিলেন ঠিক, কিন্তু বেশ কিছুদিন ধরেই কোনো লম্বা ইনিংস খেলতে পারছেন না সাকিব। চ্যাম্পিয়নস ট্রফির আগে ত্রিদেশীয় সিরিজে একেবারেই ব্যর্থ ছিলেন তিনি। সেই ব্যর্থতা অব্যাহত রয়েছে চলমান এই আসরেও। পরবর্তী ম্যাচগুলোতে সাকিব কেমন করেন সেটাই এখন দেখার।